নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি পুরোনো রেল ষ্টেশনের প্লাটফর্ম দিয়ে হাঁটছি ৷
বরফে আচ্ছাদিত পথে পথে পরিচিত মুখের দেখা পাওয়া দায় ৷
হঠাৎই দেখা তোমার সাথে -
পুরু ভেলভেটে আবৃত তণু দেহে দ্রুত চলে যাওয়া দেখছি ৷
মনে হল - একবার থামাই ৷
পরমুহুর্তেই মনে হল - কি লাভ ৷
........
স্কেটবোর্ডে দ্রুত বরফ কেটে চলছি,
তোমার সাথে পাল্লা দিয়ে পাশাপাশি
সাই সাই চড়াই পেরিয়ে ৷
সাদা জ্যাকেট আর নীল গ্ল্যাসে ,
তোমার রহস্যময় আঁখি ঢাকা ৷
তুমিও কি হাওয়ার ভাঁসছ আমারই মত ?
....
ক্লিফ থেকে দুই হাজার ফিট পতন হচ্ছে।
একসাথে -
ওষ্ঠে ওষ্ঠ চেপে ,
কালো আঁখিতে ডুব দিয়ে ৷
উপত্যকার গভীর থেকে গভীরে ৷
দুজনে পরমানন্দে ৷
......
পুরো ভেলভেট কে দুর থেকে এখন একটি বিন্দুর মত লাগছে ৷
সাদা ক্যানভাসে একটি কালো ছোপ যেন ৷
আমি ধীর পায়ে পথ ধরি।
বরফ আচ্ছাদিত পথটি সাদা বকের ডানার মত কোমল মনে হয়।
জীবনের প্রতিবিম্ব জলের মাঝে দেখা যায় ৷
সুন্দর ফ্রেমে তাকে মানায় ,
চাইলেও ধরা যায় না।
তবুও পতন হয়।
যেমন হয়েছে আজ বিকেল- এই রেলষ্টেশনে ৷
ছবি - এই ছবিটি তুলেছি একটি পার্কে মেক্সিকোর কাছাকাছি কোন এলাকাতে ৷
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ পড়ায় ও মন্তব্যে ৷
ছবিটি তোলায় আমার তেমন কোন অবদান নেই। নতুন আইফোনে ছবি বেশ ভালই আসে।
২| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯
কালো যাদুকর বলেছেন: কবি
অনেক দিন পর। কেমন আছেন ?
ভাল থাকুন৷ ধন্যবাদ |
৩| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি এবং বিদেশী কবিতা দুটই বেশ চমৎকার হয়েছে।
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৪
কালো যাদুকর বলেছেন: " বিদেশী " কবিতা ভাল লাগায় আনন্দিত হলাম ৷ অনেক ধন্যবাদ৷
৪| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৬
অভ্র_আবির বলেছেন: চমৎকার!
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৫
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ ৷
৫| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৭
সোনাগাজী বলেছেন:
শুধু কবিরা মানুষকে অতিমানবে পরিণত করতে পারেন।
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৭
কালো যাদুকর বলেছেন:
তবুও মানুষের মন গলে না৷
৬| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: কালো যাদুকর,
সুন্দর হয়েছে কবিতা।
কবিতার দৃশ্যপট পাল্টে বাংলাদেশের ক্যানভাসে আনলে দেখবেন - ওখানে যাকে থামাতে চেয়েছিলেন তিনি দূরে বিন্দুর মতো মিলিয়ে যেতে পারলেও এখানে চার পাঁচ হাত দূরে গেলেও মানুষের ভিড়ে তাকে আর আস্ত খুঁজে পাবেন না। তখন এমন পতনের কবিতা লেখার ইচ্ছেটাও পালিয়ে যাবে!
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৮
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই এমন মজার মন্তব্যের জন্য ৷
বাংলাদেশ এর প্রেক্ষাপটে হয়ত ছোট্ট বিন্দু হতো না - তবে মুহুর্তেই হারিয়ে যেত ৷ কাব্যের সুবিধা হচ্ছে যখন খুশি যেখানে খুশি যাকে খুশি তাকে কল্পনা করে একটি ভাবনার রেলগাড়ি চালিয়ে দেয়া যায়। ভাগ্য ভাল হলে একটি ষ্টেশনেও নামা যায় এবং পরিচিত ও হওয়া যায় এবং বেশী ভাগ্য ভাল হলে সুধীজনের সাথে ভাবনা টি শেয়ারও করা যায়।
৭| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২২
শরফুদ্দিন মাহমুদ সিয়াম বলেছেন: অসাধারণ হয়েছে লিখা টি এবং তোলা ছবি টি।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৯
কালো যাদুকর বলেছেন: আপনার ভাল লাগায় অশেষ কৃতজ্ঞতা ৷
৮| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৫
মিরোরডডল বলেছেন:
ছবিটা ভীষণ সুন্দর যাদুকর ।
আর কবিতা ? মুগ্ধ হয়েছি, এতো ভালো লেগেছে !!!
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০৪
কালো যাদুকর বলেছেন: মিরোরডডল,
ছবিটির বিশেষত্ব হচ্ছে এই সুন্দর বকগুলো স্বাধীন। এদের কেউ আটকে রাখেনি। এরা নিজের মত করে এখানে এসেছে।
কবিতা পড়া ও ভাল লাগায় অনেক অনেক ধন্যবাদ।
৯| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২১
জগতারন বলেছেন:
ওষ্ঠে ওষ্ঠ চেপে ,
কালো আঁখিতে ডুব দিয়ে ৷
উপত্যকার গভীর থেকে গভীরে ৷
দুজনে পরমানন্দে ৷
ভালোবাসায় মাখামাখী,
ভালোবাসার মানুষের সাথে সময় ! অসাধারন বর্ননা।
কবিতায় ভালো লাগা, লাইক ও কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৭
কালো যাদুকর বলেছেন: কবিতা পড়ার ভাল লাগায় এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ৷
১০| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা। ভালো লেগেছে।
২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৮
কালো যাদুকর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ৷
১১| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার কবিতা
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩
কালো যাদুকর বলেছেন: ছবিপা , অনেক অনেক ধন্যবাদ।
১২| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা।
২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৫
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লেখা!
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৮
কালো যাদুকর বলেছেন: জুল ভার্ন, আপনাকেও অনেক ধন্যবাদ।
১৪| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২১
সেজুতি_শিপু বলেছেন: বাহ্! খুব ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯
কালো যাদুকর বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কবিতা ভাল হয়েছে।ছবিটা অসাধারন তুলেছেন।