নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

আগুনের সন্ধ্যা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৫






এদিন কি বিশেষ দিন
তবে সবদিনই কেন এমন মনে হয়,
সব দিনই মনে হয় টগবগে উত্তপ্ত যন্ত্রণার ৷

পুড়ে পুড়ে জ্বলে তাপ নিয়েছি সবটুকু
তোমাকে দিয়েছি শেষ উষ্ণতা টুকু- এই সন্ধ্যায় ।
উপভোগ করো হে প্রিয়তমা, আমার ভালবাসাটুকু
ফাগুনের ঐ আধো আলো ছায়ায়।

-----------------------

পয়লা ফাল্গুন : রাত ১:৫৫
ছবি: আমার তোলা


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩

অরণি বলেছেন: চমৎকার ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৬

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ অরণি ৷

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: থাকে শুধু অন্ধকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৭

কালো যাদুকর বলেছেন: অন্ধকারেই বসবাস ৷ ধন্যবাদ |

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮

আখেনাটেন বলেছেন: কাঠ কয়লার আগুনে পুড়ে মরার চেয়ে ভালোবাসার বহ্নিশিখায় নিজে অঙ্গার হওয়া ও তাঁকেও ভস্মিভূত করাই মনে হয় যুক্তিযুক্ত।

সেই হিসেবে কবিতা দশে দশ পাবে আমার পক্ষ থেকে.... :D

তবে সমস্যা হচ্ছে এখন কেউ নিজে পুড়তে চায় না, শুধু অন্যকে পোড়াতে চায়...ফলেই গণ্ডগোল... :(

*বানান: যন্ত্রণা < যন্ত্রনা; পুড়ে পুড়ে < পুরে পুরে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৯

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য ও বানান শুদ্ধির জন্য কৃতজ্ঞতা ৷

যারা পোড়াতে গছন্দ করে তাদের দলই ভারী ৷

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:


কবিতায় ফাগুন আছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:২২

কালো যাদুকর বলেছেন: ফাল্গুনে শুরু হয়গুনগুনানী ৷ ভোঁমরাটি গান গায ঘুম ভাঙ্গানী ৷
কবিরা ভোঁমড়ার মত ৷ ফাগুনে কলম চলে বেশী মনে হয়।
ধন্যবাদ |

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৮

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.