নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার এলো ধবল শীতের বেলা,
চারদিকে সব রাশি রাশি তুষারের মেলা।
এলো কনকনে হিমেল সমীরনের সুর,
উত্তর পূর্ব কোনে কালো পাহাড়ের চূড়।
ধবল শীতের কম্বলে লুকোনো সূর্যের ছুটি,
যেন ভেনগগের স্টারি স্টারি নাইটের জুটি।
পৃথিবীর মনে আজ বরফ ভারি কস্ট,
আজ সারাদিন তাই ঝরছে -এই প্রহর অস্ঠ।
বরফ ছোঁয়া এদিন ধবল ভালুকের বসন্ত,
সারাদিন শুয়ে বসে কবিতা পড়েই অন্ত।
স্কুল কলেজ বন্ধ - শুনসান পথে কুহকি বাতাসের কংকন,
মন ভুলে মেঝেতে শুয়ে শিশুর এলোমেলো অংকন।
বরফ ছোঁয়া এদিন কেবল অস্থির মনে অচেনা ভার
উচু পাহাড়ের ওপাশ থেকে বয়ে আসে ঠান্ডা উপহার
সারাদিন তুষার মানেই সে ভাবনার ভিড়,
অস্থির মন- ক্ষয় হয়ে যাওয়া অস্ঠ কুঠরী ঘরের দেয়ালে চিড়।
বরফ ছোঁয়া এদিন কি ভাবছো তুমি,
একান্ত গোপন করে মনের গভীরের তুমি।
বরফ ছোঁয়া এদিন কেবল -একান্ত তুমিময় ভাবনার,
শীতল এদিনে তোমাকে কাছে পাওয়ার,
আরেকটি উপলক্ষ্য আমার।
-------
ছবি:-নেট
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১০
কালো যাদুকর বলেছেন: আপনাকেও শুভ ব্লগি্ং জানাই।
২| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধবল শীতের বেলা
আমার খুব ইচ্ছে এমন একটি ধবল শীতের বেলা দেখার, পৃথিবী সুস্থ হওয়ার অপেক্ষায়।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১১
কালো যাদুকর বলেছেন: চলুন একসাথে যাওয়া যাক।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
কালো যাদুকর বলেছেন: কি খবর। এরকম দিন খুবই ভাল লাগে আমার।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বা! সুন্দর লেখা , শুভ ব্লগিং