নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অভিমান পর্ব

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮

অভিমান পর্ব
--------------্---
এরপর আর কিছু করার নেই ,
আর ফেরানো যাবে না কিছু ৷
অন্তত আমার কথা তো আমি বলতে পারি,
তুমি তো চলেই গেছো ৷

সময়ে সব ঠিক হয়ে যায় - সবাই বলে,
আসলে সময়ে সব জমে যায় পুরু আস্তর হয়ে ৷

মন কেন আজ আকাশের মতই কালো,
কেউ জানে না ৷

অনেক কোলাহলে নিজেকে কেন ভুতের মত নিঃসঙ্গ মনে হয়,
কেউ জানে না ৷

অনেক মুখের ভীরে অদ্ভুত ভাবে কেনই শুধু প্রিয় তোমার ছায়া খুঁজে পাই,
কেউ জানে না ৷

প্রবোধ দেই নিজেকে- দুঃখ শুধুই সাময়িক,
সময়ে দুঃখ গভীর থেকে গভীর হবে আরো - তবুও ।

দুহাজার মাইল দূরে হলেও
জেনে রেখো বন্ধু , কাছেই আছি ৷

মরণের পরে এই দুরত্ব বেড়ে কত লক্ষ কোটি মাইল হবে?
জেনে রেখো বন্ধু, তবুও পাশেই থাকব।

এরপর আর কিছুই করার নেই কারো।
কেউ অন্তত জানবেও না -
কেন কবির এই সামান্য কবিতা কথা শুধুই পাঠকের কাছে কবিতা হয়েই থাকবে ৷


-----------------
--------------;----


সামুতে মাত্র ৭০তম পোষ্ট আমার ৷ মোটিভেশন বা উৎসাহ যাই বলেন না কেন সবই পেয়েছি সহ ব্লগারদের কাছ থেকে ৷ কেউ চাঁদগাজীর মত বলেছেন ৷ কেউ নূরু সাহেবের মত বলেছেন ৷ আমি সামান্য অখ্যাত ব্লগার ৷ আপনাদের উৎসাহ সাদরে গ্রহন করেছি ৷ আজকাল ব্লগের পরিবেশ তেমন ভাল লাগছে না। তাই ভাবছি ব্রেকে চলে যাব ৷ বিদায় ৷ সবাই ভাল থাকবেন ৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বিদায় বলতে নাই ধৈর্যই হলো সাফল্যের মাপকাঠি-----------

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫২

কালো যাদুকর বলেছেন: ধৈর্ঘ্য ধরা মাঝে মাঝে মুসকীল হয়ে যায়।

২| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো থাকবেন, ব্রেককে ব্রেক করে আবার শিঘ্রই ফিরে আসবেন।

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ হয়তো আসব ৷ ব্যাস্ত হয়ে গেলে একসময় হয়ত ভুলে যাব ৷ এখনো জানি না।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমিও পথের মত হারিয়ে যাব
আমিও নদীর মত আসবোনা ফিরে আর
আসবোনা ফিরে কোনদিন

আমিও দিনের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন

***হেমন্ত বাবুর গানটি আপনার জন্য উপহার। আমি নিজেও আপনার মতোই ব্লগ থেকে পেনশনে চলে যাবো ভাবছি।


১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:০২

কালো যাদুকর বলেছেন: মাহমুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ৷ আপনার উপহারটি সাদরে গ্রহন করলাম।
পেনশনে চলে গেলে মন্দ হয় না ৷ সামুর মত প্লাটফর্ম যেমন আর হবে না। তেমনি এমনি ব্লগাররা ও হয়তো হাড়িয়ে যাবেন ৷ ব্লগ যখন শুরু করেছিলাম তখনই নির্ধারিত হয়েছিল এর একটি শেষ। সব কিছুর শুরু এবং শেষ থাকে। আমি বা আপনি তার থেকে বিছিন্ন নয়।
হয়ত এটাই আমার শেষ ব্লগিং | কিন্তু লিখা হয়তো চলবে। এখনো জানি না। দেখা যাক ৷

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.