নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে পয়চারী করছি ৷ জানুয়ারীর শীত তেমন অনুভব হচ্ছে না। ঠান্ডা তেমন বেশী নেই। এজন্যই বাইরে হাঁটা যাচ্ছে ৷ আঁধ অন্ধকারে হাঁটতে ভালই লাগছে ৷ প্রসস্ত রাস্তাতে টিমটিমে বাতি জ্বলছে ৷ একটির পর একটি বন্ধ এমন করে বাতিগুলো জলছে ৷ একটি বাড়ির পেছনের বারান্দাতে কতগুলো বাতি জুলছে ৷ এখানে জোনাকী পোকা নেই ৷ বাতিগুলো জোনাকী পোকার মতই লাগছে ৷ পার্থক্য একটিই বাতিগুলো নিভছে না ৷ মনে হচ্ছে কতগুলো জোনাকী পোকা একসারীতে স্থির হয় বাতাসে ভেসে আছে ৷ এখন বেশ রাত ৷ আকাশে নক্ষত্রের মেলা দেখা যাচ্ছে। নাম না জানা মাইগ্রেন্ট করা পাখিরা মাঝে মাঝে ঝাঁক বেধে উড়ে যাচ্ছে ৷ ওদের কোন কান্তি হয় না ৷ সব কান্তি কেবল আমাদের , মানুষের ৷
রাস্তায় কয়েকটি গাড়ী পার্ক করে রাখা ৷ একজন মানুষ ও নেই রাস্তায় ৷ বহুদিন এমন একা হওয়া হয়ে উঠে না ৷ কথাটি ঠিক নয় ৷ আসলে আমরা সবাই একাই ৷ যত কোলাহলেই মানুষ থাকুক না কেন , সে আসলে একা ৷ এই যে একা একা পথ চলা, সেটি বেশ এক ঘেয়ামির কাজ ৷ সে পথ চলা আজ রাতের পরচারীই হোক বা জীবনের পথ চলাই হোক ৷ তবুও চলতে হয় সে পথ। কখনো জোনাকীর মত সে পথ চলাতে সাথী হয় কিছু আলোকিত মানুষ ৷ সে আলোয় দুর হয় মনের অন্ধকার ৷ আজ তেমনই একজনের কথা ভাবছি ৷
হাঁটতে হাঁটতে রাস্তার শেষ প্রান্তে বড় ফাঁকা গর্তের কাছে চলে এসেছি ৷ একটু ভাল করে না দেখলে পরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এখানে সাপটাপও নাকি আছে ৷ এই শীতে অবশ্য সাপেরা শীতনিদ্রা নিচ্ছে ৷ তবে দু একটা শেয়াল বা উলফের দেখা পাওয়া যেতেও পারে- দুর্ভাগ্য হলে ৷ আমাদের দুর্ভাগ্যের অবশ্য শেষ নেই। শিক্ষা শেষে চাকুরী না পাওয়া ৷ পিতামাতা মরে যাওয়ার পর সম্পত্তি আত্ত্বীয় স্বজনের (?) কব্জা হওয়া, প্রিয়জনের দুরে চলে যাওয়া ৷ এসবই দুর্ভাগ্য ৷ এগুলো ঘটলে মানুষ হিসেবে আমরা দুঃখিত হই ৷ তবে থেমে যাই না।
এই পথের শেষ প্রান্তে এসে ফিরে যাচ্ছি বাসায়। আমার নীড়ে ৷ আমার গন্তব্যে ৷ আলোর দিকে ৷ একটু একটু করে ৷ তবে পরম নিশ্চিন্তে ৷ আমাদের সবার চলার পথ যতই অনিশ্চিত হোক না কেন - সব পথেরই একটি গন্তব্য থাকে ৷ আমাদের সে গন্তব্যটি খুঁজে নিতে হয়।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫
কালো যাদুকর বলেছেন: খন্ড ভাবনা বলতে পারেন ৷ লিখার আগে ভাবিনী এরকম করে লিখব ৷ কয়েক দিন আগে "একটু উষ্ণতার জন্য " শেষ করেছি ৷ বুদ্ধদেবের ক্লাসিক এই উপন্যাসটি এখনো মাথায় ঘুরছে হয়তো এই লিখাটি অবচেতনে - এই ভাবনা থেকেই লিখেছি ৷
২| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৬
জুল ভার্ন বলেছেন: বিচ্ছিন্ন ঘটনাগুলো চমতকার ভাবে তুলে ধরেছেন। +
০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১
কালো যাদুকর বলেছেন: গত রাতেরই ঘটনা। অথচ এমন প্রতিদিনই হয় এবং হবে ভবিষ্যতে । পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২০
শেরজা তপন বলেছেন: শেষের কথাগুলো মনে ধরেছে
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২২
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ ছডার জন্য ৷ গন্তব্য খুঁজে পাওযা বেশ কঠিন। কেউ পায়। কেউ হারিয়ে যায়।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: "সব পথেরই একটা গন্তব্য থাকে" - থাকে কি?
পথের গন্তব্য অবশ্যই থাকে, তবে সব পথিকের হয়তো থাকে না। আমরা প্রত্যাবর্তনমুখি। আমরা যতই সামনে এগোই, মন ততই চায় বারে বারে ফিরে যেতে আমাদের পথের শুরুতে, আমাদের মূলে।
গন্তব্য একটা অচেনা, অদেখা প্রান্তিক। সে পথে আমাদের যাত্রা ক্লান্তিহীন হোক!
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৫
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ স্যার পড়ার জন্য।
ঠিক সব পথিকের গন্তব্য জানা থাকে না। কেউ কেউ ফিরেও যেতে চায়া আবার কেউ কেউ গন্তব্য খুজতে খুজতে হাড়িয়ে ও যায়।
মানুষ চাইলেই যেমন অতীতে ফিরতে পারে না। তেমনি মানুষ চাইলে হয়ত রুটে ফিরতে পারে না। সময়ের সাথে সাথে মূলও পরিবর্তন হয় যায় ৷ আমরা কেবল অবথারিত দিকেই চলছি।
পড়ার ও মন্তব্যে অশেষ ধন্যবাদ |
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: খণ্ড চিত্র মনে হলো।