নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

শীতের গান

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০১



সে অনেক অনেক দূরে একটি গাঁ ছিল,
সে গাঁয়ের পাশে এক উত্তাল নদী ছিল।

সে নদী পারেই ছিল আমার কালো সখীর বাস,
সে জলের তলে ছিল সব মনিমুক্তার আবাস।

এই তটে ছিল আমাদের শত শীতের আয়োজন,
হিমশীতল প্রভাতে একটিই চাদরে হত উষ্ণতার প্রয়োজন।
নাক কান ঠান্ডায় কাবু হত বারেবার,
একজোড়া তপ্ত তৃষিত হৃদয় খুঁজে পেত উষ্ণ সরোবর।

শীতের ভোরে শিশির ভেজা শিউলি পড়া পথেই প্রণয়,
এখানেই এক বিন্দুতে মিলে যাওয়া, অনেকটা সরল পথের মত ।
আমাদের অনেক কথা, অনেক গল্প শুনেছিল মাস্টার বাড়ির কাঠবিড়ালী,
আর সবুজ লতানো লাউয়ের মাঁচা ও ঘোষ বাড়ির লাল গাই।
আমার কালো সখীর কোমল হাত ধরা এরকমই ছিল কৈশোর।

সে অনেক দিন আগে সে গাঁয়ে আমার কালো সখীর অনেক সুখ ছিল।

একদিন সে গাঁয়ে এল খাকি পোশাকের দল,
একদিন ওরা সব বাড়িঘড় পুড়িয়ে দিল,
আর একদিন ওরা সব জোয়ানদের হত্যা করলো।
একদিন ওরা আমার কালো সখীকে ধরে নিয়ে এল এই নদীর পাড়ে
আমার কালো সখীকে ওরা মেরেছিল ঠিক এখানেই।

সে অনেকদিন পর আবার ফিরেছি সে গাঁয়ে,
এখানেই এখন বাস আমার,
আমার কাল সখীর ঠিক কবরের পর।



---------//---------

ছবি: আমাদের গ্রামের , এবার তোলা






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


বড় এক গল্প বললেন!

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৪

কালো যাদুকর বলেছেন: দেশের পথেঘাটে শুধু ওঁদের চিহ্ন। তাই চলে আসে এ রকমলেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.