নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ -অক্টোবর ২০২১

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১১

আজ শনিবার। অনেকদিন বাদে ব্লগে আাসার সময় পেলাম। ব্যস্ততা, তাই ব্লগে আসা হয় না।

কয়েকদিন আগে কিছু ছবি তুলেছিলাম। একেবারেই সাধারন কিছু ছবি।


১) কালো মেঘ - শেষ বিকেলে স্টীট লাইট জলেছে,তবু রাশভারী কালো মেঘের ভেলাতে অন্ধকার কমেনি ।



২) বাকল - একটি গাছের বাকলের ছবি। এখানে নাম না জানা কত মাইক্রো জীবের বসবাস।



৩) বক - শীত আসবে কদিন পরেই। এসময় বৃস্টি হয় অনেক। বকেরা মাছ খোজে, আমরা বকদের দেখি। :)



৪) এপথ গেছে বেকে। আসলে সব পথই বাকা হয়। হতেই হবে। তা না হলে , জীবনটি বড় পানসে হত।



৫) শীতের পাখিরা আসতে শুরু করেছে। কিছুদিন পরে এই লেক ওদের মেলাতে ভরে যাবে।



৬) এটি একটি বিশেষ ছবি। এখানেই পৃথিবী শেষ হয়েছে। দুরে হলুদ ওয়াল হল পৃথিবীর শেষ । ওর ওপাশে কি আছে তা জানি না। কেউ জানে না।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:



ছবি ৪ অদ্ভুত সুন্দর !

ছবি ৬ এর কাহিনীটা কি একটু শুনবো যাদুকর ।
এখনতো আগ্রহ হচ্ছে এটা কোথায়, কি আছে ওখানে, কেনো ওটা শেষ ।
ব্রিফ বলবে প্লীজ ।



৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৬

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬ নং ছবির কাহিনী তেমন কিছু না। খেয়ালি ভাবনা। তবে আমার আগের ব্লগে এটি নিয়ে একটি কবিতা ছিল পড়ে দেখতে পারেন। :)

২| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৩

কালো যাদুকর বলেছেন: আপনাদের কি হয়েছে? ব্লগে দেখি না কেন? চাদ গাজী সাহেব কৈ?

ছবি গুলো খুবই সাধারন ।

৩| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪০

ইসিয়াক বলেছেন: সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৩

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ৪ নাম্বারটা সবচেয়ে সুন্দর

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৭

কালো যাদুকর বলেছেন: আপনিতো অনেক ভাল ভাল ছবি তুলেন। কাজেই আপনার প্রশংসা সাদরে গৃহীত হল। :)
মন্তব্যে অনেক ধন্যবাদ।

৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৮

ঢুকিচেপা বলেছেন: বাঁকা পথের ছবিটা দারুণ হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৯

কালো যাদুকর বলেছেন: আসলে ঐ ছবিটি অনেক জাকালো / ক্লাসিক। আমারো ভালো লাগে। তবে ৬ নংটি সবচে গুরুত্বপূর্ণ মনে করি।
মন্তব্যে ধন্যবাদ।

৬| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬নং ছবিটা হওয়া উচিত ছিল পঙ্কিল জলাশয়।যার ওপাশে সূর্য অস্ত যায়।তার পর আল্লার আরশের নিচে সেজদায় পড়েথাকে।আবার সকালে আল্লাহর আদেশে পুর্ব দিকে উদিত হয়।তাই রাতে পৃথীবির কেউ সূর্য কে দেখে না।কোন গোলার্ধ থেকেই রাতে সূর্যকে দেখা যায় না।
সবগুলো ছুবিই সুন্দর।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৫০

কালো যাদুকর বলেছেন: না ভাই আসলে সেটা না। :)

নিচের আমার লিখার ছবিটি দেখুন।

https://www.somewhereinblog.net/blog/kalozaDukr/30315367

এই কবিতার ছবিতে যে প্রান্তটি দেখতে পাচ্ছেন , এই ছবিতে সেই একই প্রান্ত দেখা যাচ্ছে। তবে অনেক কাছে থেকে দেখা যাচ্ছে, ৬ নং এ।
এটি আসলে একটি বাঁধ। একটি বিলের সিমানাতে মানুষের তৈরি সীমারেখা। সব বিলে/জলাধারে একটি ইকোসিস্টেম থাকে। একটি বাঁধ সেই প্রাকিতিক সিস্টেমকে মোডিফাই করে , এবং নতুন সীমারেখা তৈরি করে। তখন ঐ জলাধারের প্রাণিকুলের কাছে , ঐ বাঁধটিই "পৃথিবীর শেষ সীমানা " মনে হতে পারে। অবশ্যই রূপক অর্থে বলেছি।

জানি না পরিস্কার করে বলতে পেরেছি কি না।

ধন্যবাদ মন্তব্যে।

৭| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবিগুলো খুব সুন্দর লাগল শেষের ছবিটা আর এক ভাবনায় ভেবে গেলো

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৮

কালো যাদুকর বলেছেন: ছবি তুলি শখ করে। ছবির গ্রামার বুঝই না।
মন্তব্যে অনেক ধন্যবাদ।

৮| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৪ নম্বরটা সুন্দর বেশি।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১১

কালো যাদুকর বলেছেন: মাইদুল ভাই বাঁকা পথই ভাল। কি বলেন। :)
ধন্যবাদ।

৯| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা পথ একসময় বেকে যায় কোন পথই সোজা থাকেনা। আমিও আমাদের গ্রামের রাস্তার একটা ছবি উঠিয়েছিলাম সেটাও ভাললেগেছে আপনারটাও।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৩

কালো যাদুকর বলেছেন: ঘ্রামের বাকা পথতো অসম্ভব সুন্দর।

১০| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাদের কি হয়েছে? ব্লগে দেখি না কেন? চাদ গাজী সাহেব কৈ?
ছবি গুলো খুবই সাধারন ।

আমাকে এবং আমার ওস্তাদ চাদগাজীকে বন্ধী করে রাখা হয়েছে। খুব শ্রীঘই আমি প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করবো।

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ৯:১৩

কালো যাদুকর বলেছেন: সরি জানতাম না। আশা করি তাড়াতাড়িই ফিরে আসতে পারবেন।

১১| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৮

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ। অনুরোধ থাকবে, ছবির সাথে সাথে ছবির সংক্ষিপ্ত বর্ণনা লিখবেন-যা পাঠক ছবি সম্পর্কে আরো বেশী জানতে পারবেন।

০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৪:৫২

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল আইডিয়া। এখন থেকে দেয়ার চেস্টা করব। ধন্যবাদ।

১২| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৯

জুল ভার্ন বলেছেন: প্লাস।

০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৩

কালো যাদুকর বলেছেন: আবারো অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.