নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

যদি

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৭


তুমি যদি বই হতে
তোমাকে আমি বারে বারেই পড়তাম।

তুমি যদি সিগারেট হতে
যতই ক্ষতি হোক না কেন আমি চেইন স্মোকার হতাম।

তুমি যদি সাপ হতে
আমি তবে বেঁদে হতাম।

তুমি যদি স্বপ্নে আসতে
তবে আমি চীর নিদ্রায় যেতাম।

তুমি যদি মধ্য রাতের তারা হতে
তাহলে আমি হতাম রাত।

তুমি যদি হারিয়ে যেতে
ম্যাপ থেকে মুছে দিতাম সব আচেনা অজানা পথ,

তুমি যদি গান হতে,
আমি হতাম সুর।


আর তুমি যদি আমার হতে
আমি জানিই না কি হতাম-

তবে হতাম - সে যাই হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

তবে শাপ না সাপ হবে

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৬

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। ঠিক করেছি।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: অতঃপর তুমি যদি মারণ হতে
আমি মরেই যেতাম- তুমি যদি করোনা হতে
আমি কিন্তু বরন করে নিতাম--------------

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৭

কালো যাদুকর বলেছেন: হা হা।
করোনা মরোনা নিয়া হাইসেন না ভাই সাব।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

ইন্দ্রনীলা বলেছেন: হা হা

সে যদি কবিতা হত
তুমি হতে কবি
সে যদি শিল্পী হত
তুমি হতে ছবি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৮

কালো যাদুকর বলেছেন: একেবারে পারফেক্ট ছন্দ হয়েছে....


এই কবিতfটি একেবারেই চটুল হয়ে গেল?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:




আর তুমি যদি আমার হতে

তোমায় ভালোবেসে আমি
পাগলিনী হতাম .....

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১১

কালো যাদুকর বলেছেন: এই ছন্দটি একেবারে জব্বর হয়েছে আপা।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

ইন্দ্রনীলা বলেছেন: ৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭০

মিরোরডডল বলেছেন:




আর তুমি যদি আমার হতে

তোমায় ভালোবেসে আমি
পাগলিনী হতাম .....


আর সে হত পাগল.. তাই না?


যাদুকর ভাই মাইরেন না আমাদেরকে।


অনেক ভালো লেগেচে কবিতা তাই আমরাও লিখছি মানে বাড়াচ্ছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১২

কালো যাদুকর বলেছেন: লিখে যান সকলে মিলে
কি আছে জীবনে ....


আমরা সকলে মিলেই লিখি...
হা হা

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখাটি

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

কালো যাদুকর বলেছেন: নেওয়াজ ভাই পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক 'যদি'র সম্ভাবনা থেকে যে কোন একটি অন্ততঃ সত্য হোক!

মিরোরডডল এবং ইন্দ্রনীলা'র সংযোজন দুটিও ভালো হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৭

কালো যাদুকর বলেছেন: স্যার, শেষের "যদি" টা হইলেই সবচেয়ে ভাল হইত। :)

পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.