নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি এবং জীবন
-----------------
কবিরা দুটি জীবনে বেঁচে থাকেন।
বাইরে একজন সাধারন মানুষ,
ভেতরে তাঁদের মনে একজন বাস করেন।
যদি তাঁদের চোখে তাকান,
আপনি একটি অতল পুকুর দেখতে পারেন-
আপনি যদি দীর্ঘ সময় ধরে তাকান,
আপনি সত্যই এটিতে ডুবে যাবেন,
তবে বেশিরভাগ মানুষ এটি দেখতে পায় না।
যদি সময় নিয়ে তাঁদের কবিতার শব্দগুলো উপলদ্ধি করেন,
আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন,
কবিরা দুটি ভিন্ন জগতে বাস করেন।
এবার কবিতাটি উল্টো করে পড়া যাক....
জীবন এবং কবি
-----------------
কবিরা দুটি ভিন্ন জগতে বাস করেন।
আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন,
যদি সময় নিয়ে তাঁদের কবিতার শব্দগুলো উপলদ্ধি করেন,
তবে বেশিরভাগ মানুষ এটি দেখতে পায় না।
আপনি সত্যই এটিতে ডুবে যাবেন,
আপনি যদি দীর্ঘ সময় ধরে তাকান,
আপনি একটি অতল পুকুর দেখতে পারেন-
যদি তাঁদের চোখে তাকান,
ভেতরে তাঁদের মনে একজন বাস করেন।
বাইরে একজন সাধারন মানুষ,
কবিরা দুটি জীবনে বেঁচে থাকেন।
নোট: সময়ের অভাবে ব্লগে আসা হয় না। মন্তব্যের উত্তর দিতে দেরি হতে পারে।
ছবি: আমার মোবাইলে তোলা - সমুদ্রতল থেকে প্রায় ১২০০ ফুট উপর থেকে একটি জংগল এরকমই দেখা যায়।
১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৫
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
২| ১৪ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৭
শায়মা বলেছেন: এই লেখা পড়ে মুগ্ধ হয়েছি।
আসলেই কবির মন বুঝে ফেলা সহজ নহে বটে।
১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৭
কালো যাদুকর বলেছেন: আপু এই কবিতাটি লিখার আগে দশবার চিন্তা করেছি।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৬
কবিতা ক্থ্য বলেছেন: আপনার লিখার হাত অসাধারন।
ভালো থাকুন।
১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৯
কালো যাদুকর বলেছেন: আপনার অশেষ বদ্যনত্যা। আজকাল সময়ের অভাবে পড়তে বা লিখতে পারছি না ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+