নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা

১০ ই মে, ২০২১ সকাল ১১:২৩


প্রতিদিন রাখে রোজা ,
প্রতিদিন করে খোজ ঐ ক্ষুধার সমাপ্তির ৷

সূর্য প্রশ্ন করে -তুমি কে হে এই ধরার পতি?
উত্তর পাইনি সূর্য-
তাঁর প্রজারা রয়েই যায় - ক্লান্ত ও ক্ষধার্ত ৷

তাই আর দশদিনের মতই সে ক্ষুধার্ত
কি রোজায়, কি ঈদে বা মা দিবসে ৷

চুপসে পরা পেটের ভাঁজে পড়েনি দানা,
আজ অনেকদিন এই মায়ের ৷

এই পেটেই জন্মেছিল,
কত শত বেজম্মরা |




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২১ দুপুর ১:১০

শায়মা বলেছেন: হ্যঁ কারো কারো জন্য প্রায় প্রতিদিনই রোজা।

এই কষ্ট বুঝাবার জন্য নাকি রোজা রাখে মানুষ। ছোটবেলায় এমনই শুনেছিলাম।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪৩

কালো যাদুকর বলেছেন: ঠিকিই বলেছেন। যেটা আমরা প্রিভিলেজ ধরে নেই, অনেকের কাছে সেটি আকাশের চাঁদ। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২১ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪৩

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই।

৩| ১০ ই মে, ২০২১ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



বর্তমান বিশ্বে, সব জাতির কাছে দরকারের চেয়েও বেশী সম্পদ আছে, সব মানুষকে কাজ দেয়া যায়, সব মানুষ সুখী হওয়ার কথা।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪৬

কালো যাদুকর বলেছেন: তত্বগতভাবে ঠিকই বলেছেন। বাস্তবতা অনেক আলাদা কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.