নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অলিক বিকেল

২০ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৮



জীবনটি যেন অনবরত বয়ে যাওয়া নদী ,
এর চড়াই উৎড়াই সবই আছ
আছে জোয়ার ভাটার টান।
আছে আশা নিরাশার টানাপোড়ন,
যেন এক বিচিত্র মেলা ৷
নদীর বাঁকে বাঁকে আছে বৈচিত্র্য,
আছে সম্ভবনার হাতছানি ৷
আছে পুরানো দুঃখকে ভুলে নতুনকে কাছে টেনে নেয়ার আকাঙ্খা -
আকাশের একশত বিশটি রংয়ের মত বদলায় নদীর চরিত্র,
বদলে যায় তার রূপ বর্ষায় বা হেমন্তে,
কখনো মনে হয় খুব দূরের-
কখনো মনে হয় আপন ।

আহা জীবন -
আকাশের অনন্ত অক্ষেপ , অসম্ভব মিলনের ৷
যেখানে নদী মিশে গেছে আকাশে দিগন্তে,
জীবনের অবেলায় সন্ধ্যাবেলায় ৷

তবুও আলো আধাঁরের এই বেলায়,
বেঁধেছে সংসার দুজনে,
অসম্ভব সুন্দর সেথা
যেন শুধুই অধরা কল্পিত ছবি।

তবুও থামে না সময়,
নানান চাওয়া পাওযার মাঝে,
উকি দেয় স্বপ্ন ৷
নতুন আনন্দ নিয়ে,
একটি লাল সূর্যের মত।
একটি প্রশান্ত জলধারার মত।

ছবি: আমি তুলেছি।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৬

কালো যাদুকর বলেছেন: রাজীব ভাই অনেক ধন্যবাদ।

২| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩২

আমি সাজিদ বলেছেন: চমৎকার

২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৭

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:১০

চাঁদগাজী বলেছেন:



জীবন ও নদীর মাঝে অনেকটা মিল আছে; ইউরোপের নদীগুলোও শান্ত

২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৮

কালো যাদুকর বলেছেন: আছে। মাঝে মাঝহে সুন্দর মিলগুলো ধরাপড়ে মোবাইলের ক্যামেরাতে। ধন্যবাদ।

৪| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখনশৈলী।

২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৮

কালো যাদুকর বলেছেন: নেওয়াজ ভাই অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৮

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫২

কালো যাদুকর বলেছেন: কবিতায় বেচে থাকা।

৬| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


চমৎকার কবিতায় ভালোবায়ায়া জানবেন।
প্লাস+++

২১ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৪

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ | ভাল লাগল জেনে আমারও ভাল লাগল।

৭| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

রিফাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা, যদিও তেমন বুঝি না। সবাই যখন ভাল বলল, ভালই হবে। :)

২১ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৬

কালো যাদুকর বলেছেন: আমি কবিতা সাধারণত সহজ করে লিখি এবং সত্য ঘটনা অবলম্বনে লিখি ৷পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ | .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.