নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

যদি বাংলায় বল---

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩




যদি বাংলায় বল,
বিদেশ গঞ্জে মনে উঁকি দেয় অপ্রত্যাশিত আশা,
অপরিচিতজন হয় কতনা আপন-
মনের বাঁধন হয় উন্মোচন,
উজান বানের মতন।

যদি বাংলায় বল,
আজ যে বুড়ো, তাঁর জন্ম হয় এক নতুন শৈশবে,
উঠোন ভরে হামাগুড়ি দিয়ে,
ডানপিটে হয়ে ডাংগুলি খেলে,
রুপালী চাঁদের রাত পেরিয়ে,
বাঁশ বাগানের গান মুড়িয়ে,
উদাসী রাখালের বাঁশির সুরে,
ফিরে আসে এক্ষুনি স্মৃতিতে।

যদি বাংলায় বল-
তবে কোন এক দুর দেশে,
বাংলার এক বীর প্রতিযোগী জেতে।
বাতাসে উড়ে লাল সবুজের চিহ্ন,
আর কানে বাজে - এ বাংলার সুরেলা ধ্বনি।

যদি বাংলায় বল,
ফুল ফুটুক বা নাই ফুটুক,
বসন্ত এনে দেব প্রিয়তমা।
সূর্যের টিপ কপালে দিয়ে,
জোছনার রং গায়ে মেখে,
গ্রামের মেঠো পথে যেতে যেতে,
গাইবে ভাটিয়ালী গান, প্রিয়তমা।

যদি বাংলায় অর্জন করো জ্ঞান,
তবেই সর্ব স্তরে হবে বাংলার অবস্থান,
বাংলাতে হবে রায়,
বাংলাতে হবে আইন,
বাংলাতে হবে গবেষনা,
বাংলাতে হবে দালানের নকষা,
বাংলাতে হবে ডাক্তারি।

তবেই আঠারো কোটি মানুষের বাংলা ভাষা হবে সমৃদ্ধ ,
তবেই ভাষা শহীদের রক্তে ভেজা বর্ণমালা হবে জয়ী,
মাথা উচু করে -ঐ শিখরে।

যদি বাংলায় বল।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। একুশের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

কালো যাদুকর বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছো।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৫

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



৫২ সালে জাতির মাঝে ঐক্য ছিলো, এখন জাতির মাঝে ঐক্য নেই।

এখন শতকরা ৩০ জন কোন ভাষায় নাম লিখতে জানেন না, বাংলায় পড়তে পারেন না; এই অন্যায় থেকে যাচ্ছে, আর প্রাইম মিনিষ্টার ২১ শে'র রাতে ফুল দিয়ে ম্যাঁওপ্যাঁও বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

কালো যাদুকর বলেছেন: আরেকটা কারণ হল, বিজাতীয় সংস্কৃতির অপ-প্রভাব।

এক শেখ হাসিনা কি দেশের সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন? না পারবেন না।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০

ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব সুন্দর হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০

মিরোরডডল বলেছেন:



যাদুকর, প্যারা ২ আর ৪ বেশী ভালো লেগেছে !!!


২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ৫ নং টা সবচেয়ে দরকারী। দেশের মানুষ ও নীতি নির্ধারকরা সেটাই করেন না।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: চমতকার!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.