নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরে একটি আশা

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

বৃষ্টির অবিরাম ধারায় ভেসেছিল পদ্ম পুকুর,
এই ছিল দুহাজার বিশের শেষ দিনের কথা।

বিশের জানুযারী ছিল কোটি অবোধ প্রাণীর মৃত্যু ও আহাজারীতে ভরা,
তখন পরেনি করুনাধারা,
তবে এক নতুন আশংকার খবর দিয়েছিল হু।

বিশের ফেব্রুয়ারীতে নতুন আশা নিভেছিল,
ইমপিচমেন্ট মরেছিল।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক বেচে গিয়েছিল,
তবে রচিত হয়েছিল লক্ষ মানুষের ইউলজি।

ভয়াল মার্চ এসেছিল অতীতের স্মৃতি নিয়ে,
বিভিষিকার শুরু হয়েছিল ঔ মার্চেই,
এধরনীর বুকে মৃত্যু উপত্যকার সূচনা হয়েছিল।

পৃথিবীর মানুষ দেখেছিল এক অচিন ধারাকে এপ্রিলে,
শুন্য সড়ক, ঘরে বন্দী মানুষ,
আর দুষন মুক্ত বাতাস।

অক্ষম বা দুর্বল প্রসাশন , লাগামহীন ভাইরাস মৃতুহার,
অথচ সাধারন মানুষ নিরব,
প্রতিবাদে সরবেরা "লকড আপ" হয়েছিল দ্রুতই,
মে মাসে মানুষ দেখেছিল এইসব।
কতদিন কতবার মানুষ তার অধিকারের জন্য লড়েছে,
তার হিসেব কে রাখে।

ইতিহাস ফিরে ফিরে আসে,
কালো অধায় নতুন করে রচিত হয়,
দ্বাসত্ব , অসমতা এসেছিল দম বন্ধ করা আট মিনিট আর ছেচল্লিস সেকেন্ডের হাত ধরে।
জর্জ ফ্লায়ডের মৃত্যু দিয়েছিল আরেকটি মুক্তবিশ্বের জন্ম,
রচীত হয়েছিল সারাবিশ্বে নিম্পেসিত মানুষের অধিকারের আন্দোলন,
এই বিশের জুনেই ৷

বিষণ্ণ গ্রীষ্মে ঘামে ঝড়া পথে,
মানুষের অধিকারের সংগ্রামে ,পথ হয়েছিল কম্পিত,
জুলায়ের রোদের থেকে, বা করোনার প্রলয় ঢেকে,
উচ্চকন্ঠে শোনা গিয়েছিল,
ব্লাক লাইফ ম্যাটার ৷

অগাষ্টের শুরুতেই বৈরুত কেঁপেছিল,
সম্পদ ও মানুষ পুড়েছিল,
আজো তার চিহ্ন অন্কিত জনপদে।

সেপ্টেম্বরে প্রয়ান হয়েছিল একজন প্রকৃত বিচারকের,
আইনের ফোকড় গলে ঢুকে পড়েছিল
আসমান বিচার প্যানেল,
কি বিচিত্র এই ব্যবস্থা সেলুকাশ।

অক্টোবরে করোনা ছাড় দেয়নি,
এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ককে।

নভেম্বরে মুক্তি মিলেছিল ,
একটি অন্ধকার অধ্যায় থেকে।
একটি অন্ধ জালিম রাষ্ট্রনায়কের হাত থেকে,
বিশ্ব একটি নতুন রাস্ট্রপতি পেয়েছিল।
ওয়েলকাম ব্যাক আমেরিকা।

ডিসেম্বরের শেষ দিনে দুটো দেশ হয়েছিল আলাদা শেষমেষ,
প্রকৃত আলাদা, গুডবাই ইউরোপ।
আমাদের মনে আশা জাগিয়ে টিকাও এসেছিল,
টানেলের শেষে বিন্দু আলোর মত।

আমরা হারিয়েছি কত মহাজন, কত মানুষ, কত প্রিয়জন
এই বিষাক্ত বিশে,
জে আর সি , আনিসুজ্জামান, মজিবর রহমান দেবদাস,
আবদুল মোনেম, কামাল লোহানী, এন্ড্রু কিশোর,
এমাজউদ্দীন আহমদ, সি আর দত্ত, রাহাত খান,
মাহবুবে আলম, রফিক-উল হক, আলী যাকের
কয়েকটি নাম শুধু তার মাঝে ,
আছে আরো কত জানা অজানা মহাজন।
স্মরন করি তোমাদের বিশের শেষ দিনে।


বৃষ্টির অঝোর ধারায় ভেসে যাক আমাদের ব্যথা, কস্ট, দঃখ,
একটি সুন্দর ও আনন্দের বছর আসুক,
তোমার আমার ঠিকানায়,
সে হোক শুধুই আশা, আলোর ও ভালবাসার।

-----------------------------------

সবাইকে নতুন ইংরেজী বর্ষের শুভেচ্ছো।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

অধীতি বলেছেন: হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।
দিনপঞ্জির মত মনে হলো কবিতাটা। চমৎকার।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪১

কালো যাদুকর বলেছেন: আসলে এরকম করেই লিখতে চেয়েছিলাম। গত একমাস ধরে লিখতে চাচ্ছিলাম। ব্রেক্সিট পর্যন্ত দেরি করতে হল। তাছাড়া আজ সকালে বৃষ্টি না হলে এটা লিখাও হতো না।

আপনাকেও শুভেচ্ছা।

২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৬

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছে!
অনেক আশা, অনেক প্রত্যাশা

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৬

কালো যাদুকর বলেছেন: আশা পূরণ হোক।
অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

এম ডি মুসা বলেছেন: Happy New Year

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৭

কালো যাদুকর বলেছেন: হ্যাপী নিউ ইয়ার।

৫| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব কিছু হোক শুভ
সব কিছু হোক সুন্দর
কল্যানে আর সুখবরে
একুশ হোক ভরপুর

#হ্যাপিনিউইয়ার২০২১

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

কালো যাদুকর বলেছেন: একুশ আমাদের নিরাশ করবে না আশা করি। ভাল থাকবেন।
হ্যাপি নিউ ইয়ার।

৬| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৭

মেহেদি_হাসান. বলেছেন: Happy New Year

কবিতা পাঠে মুগ্ধতা

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম। কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৭| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন:

হ্যাপি নিউ ইয়ার....... ২০২১ ❤️❤️❤️

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

কালো যাদুকর বলেছেন: হ্যাপী নিউ ইয়ার। আশা করি ২০২১ আনন্দময় হবে।

৮| ০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

কালো যাদুকর বলেছেন: আপনি মাঝে মাঝে আবার এসে মন্তব্য করেন, এটা খুবই ভাল ব্লগের জন্য।
আপনিও সাবধানে থাকুন, সুস্থ থাকুন।

৯| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ইদানিং আমি বাইরে চলে যাই মাস্ক ছাড়া। হঠাত মনে পড়ে। তখন ফার্মেসী থেকে মাস্ক কিনে নিই।

০২ রা জানুয়ারি, ২০২১ ভোর ৬:০০

কালো যাদুকর বলেছেন: ভেরি গুড। আমিও মাস্কের ব্যাপারে খুবই সাবধান। সাবধানে থাকুন, ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.