নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলির শেষ মাথায় নির্জন কোনে তোমার ঠিকানা,
সাদাটে চার তলা দালানের গায়ে শেষ বিকেলের আনাগোনা,
সেদিন ছিল শীতের চাদরে মোড়া পৌষের আগমন,
তোমার কাজল চোখে দেখেছিলাম আমার অধঃপতন ।
শীতে কাবু কাক, বা ছোট্ট চড়ু্ইয়ের দল,
শেষ বিকেলের বাড়িফেরা মানুষের ঢল,
প্রকৃতি হাসছে সূর্যের আশ্বাসে,
আকাশে বাতাসে শীতের প্রশ্বাসে।
সেদিন ছিল ডিসেম্বরের শেষ দিন,
তোমার মায়াভরা নয়নে দেখেছিলাম আমার নিপতন ৷
সেদিন মৃত ঘাসেরা অভিশাপ দিয়েছিল ধুসর ধরনীকে,
চাঁদ, এক বাক্স পূর্ণিমার জোছনা দিয়েছিল, কোন ঘুমন্ত লক্ষ্মী পেঁচাকে ৷
মনের দরজা জানালা চিরতরে বন্ধ হয়েছিল,
কবরের হাড়গোড় ও আঁধ পচা মাংস জড় হয়ে, শেষ রাত অবধি জেগেছিল ৷
তখন থেকেই কোথাও নেই জীবন,
তাই মৃত আত্মা নিয়েই সহমরণ।
আমবস্যার অন্ধকারে ফিরে আসে সূর্যের জায়া,
খুজে ফিরে হারানো দলিত, বা ছায়া।
প্রনয় হারিয়েছে ধুসর শীতের নিমেষে ,
তোমার যাদু আখিতে, আমার অবুঝ হৃদয়ে।
-----------------------------------------
ডিসেম্বর এসেছে। সবাই এই মাসে ঘুরতে বের হয়, আনন্দ করে, পরিবার পরিজনের সাথে দেখা করতে গ্রামে যায়। এবছর অবশ্য আলাদা।
এ মাসের শেষ দিন যতই কাছে আসে, আমার ততই খারাপ লাগতে থাকে। ... এজন্যই এই কবিতাটি একটু ডার্ক হয়ে গেল।
২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫
কালো যাদুকর বলেছেন: কেমন আছেন? এ বছর সব হিসেব উল্টে পাল্টে গেছে। অনেক ধন্যবাদ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন,
২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
কবিতা ভালো লেগেছে, শীত ঋতুতে মানুষজন নীড় খুঁঝতে থাকে
২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
নীড় কেউ খুজে পায়। কেউ পায় না।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০১
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
তবে এই ডিসেম্বরে আমি কোথাও যাই নি।