নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ এক অপরূপ সাজে সেজেছে প্রকৃতি,
হলুদাভ লালচে পাতা ,
আর অন্ধকার আকাশ।
আশা হারানো মায়ের মুখে,
থম থমে গভীর হতাশা।
কর্মহীন বেকার অভাবের ঘর,
রুগ্ন মায়ের ক্লেশ ও অব্যাক্ত কস্ট,
অভুক্ত শরীরে খেটে খাওয়া প্রতিদিন,
তাই অনিশ্চিত দিনের বদলে -
শুধু একটু মরে যাওয়ার আকাঙ্খা।
তোমাদের ঝিলমিলে অপরূপ বিকেলে,
এ এক অপরূপ সাজে সেজেছে প্রকৃতি,
হলুদাভ লালচে পাতা,
আহা তোমাদের উৎসবের আয়োজন।
১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৮
কালো যাদুকর বলেছেন: Fall Season. ধন্যবাদ।
২| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫২
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা।
১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
কালো যাদুকর বলেছেন: কস্টের কবিতা এখন না পড়াই ভাল।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: প্রকৃতির খণ্ডচিত্র।
১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৯
কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি ধন্যবাদ।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর হয়েছে। গভীরতাও আছে কাব্যে।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৪
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশে এখন বেকার নাই, যারা আছেন তারা আত্মবেকার। এরা কোনো কাজেই খুশি হবেন না। কবিতা চমৎকার হয়েছে।
১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৬
কালো যাদুকর বলেছেন: এক অর্থে ঠিকই বলেছেন। তবে করোনার জন্য অনেকে কাজ হারিয়েছেন। অনেক মা সন্তান হাড়া হয়েছেন। শেষ বয়সে কাজের জন্য বাধ্য হচ্ছেন। এরকম হচ্ছে আমেরিকাতে( আমি তাদের চিনি), ইতালিতে, ব্রাজিলে। বাংলাদেশে হয়ত কম হচ্ছে। তাই বিষয়টি খুবই কমন। এই কবিতাটির একটি ইংরেজী ভারসন "হ্যালো পোয়েট্রিতে" লিখেছিলাম। ওটা ওখানে প্রথম পাতাতে ট্রেন্ডও হয়েছিল।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর
৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৭
কালো যাদুকর বলেছেন: আলহামদুলিল্লাহ।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৫
বিজন রয় বলেছেন: ফ-অ-ল... এর মানে কি?