নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০২০ এসেছিল,
আর সব বছরের মতই, সাদরে ৷
মন্দা বাজার দিয়ে শুরু,
প্লেগ, মহামারী, বন্যা, দাবানল,
ঝড় , হারিকেনে বিপন্ন জনপদ ৷
বছরটি শেষ প্রায়,
ক্ষুধার্ত , বেকার ও ভীত মানুষের দীর্ঘশ্বাসে ভারী বাতাস ৷
কোটি মানুষের ভাগ্য নির্ধারন হবে আজ ,
বুলি জিতবে, নাকি মানবতা l
রিওগ্রান্ডের বুকে ডুবে যাওয়া বাবার পিঠে বাঁধা শিশু-
অথবা কোন কালো মানুষের গলায় অমানুষের বুট-
বুকে বা পিঠে ঝাঝড়া হয়ে যাওয়া নিথর কালো বালক,
পথে ঘাটে ক্যারনের অতি উৎসাহী যন্ত্রনা ৷
৫০০ শিশু ছিন্ন মূল কার সিদ্ধান্তে,
শুধু মুসলমান নামের কারনে নেই জব, নেই সমান অধিকার,
বছরের পর বছর আটকে পরা ইমিগ্রান্টদের বাতিল আবেদনপত্র ৷
কিছু ভুল সিদ্ধান্তে
কয়েক হাজার শত প্রান ঝড়েছে , আরো কত বাকি ?
কিছু ভুল সিদ্ধান্তে
একটি পুরো জাতি আজ নত,
আর কত ?
এরকমই একটি দিনে , একটি ভুল সিদ্ধান্তে ইতিহাস বদলেছিল ৷
মনে পরে ২০০০-
লক্ষ্ মানুষ মরেছিল , মানচিত্র পাল্টেছিল I
আজ না হয় দিনটি হোক দয়াময় কোমল
আজ হোক আরেকটি নতুন শুরু,
আমার, আপনার, সবার ৷
আজ হোক বিজয় মানবতার ।
০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৩৯
কালো যাদুকর বলেছেন: আমেরিকার উপর আস্থা ফিরে আসছে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা ভাই।
০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৪১
কালো যাদুকর বলেছেন: খোঁচাটা বুঝলাম। আমার লোকাল বাংলাদেশী কেন্ডিডেড হেরেছে যদিও।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর