নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবে হোক দেখা ,
কাল, বা অতীতে, বা সোনালী বিকেলে,
কতদিন দেখেছি তোমায়, এই অন্ধ চোঁখে,
দুর বা কাছ থেকে ৷
কখনো ঝিম ঝিম করে পৃথবী,
হৃদয় দ্রুত চলে, রেসের ঘোড়ার মত ৷
সব কিছু ভেঙ্গে যাক,
মনে হয় চুড়মার হোক বিশ্ব ,
তবে হোক দেখা, এই দু প্রানে -অবশিষ্ট সময়ে ৷
তবে শোনা হোক ,
তোমার আছে জলরাশি,
মেঘের দেশের মত কুয়াশা ঘেরা,
বিন্দু জলের উৎসব,
এই বধির কবির সাথে -
তবে শোনা হোক, ঐ জলের প্রান্তে - গানের জলসা ৷
তবে ছোঁয়া হোক ,
তোমার হেমন্তে কত হলুদ পাতার মেলা,
মোচরায় মন, উথালী টগবগী নদীর মতন,
বেলা হল - সূর্য হেলে যায় গোধুলীর পানে ,
তবে ছোঁয়া হোক, অস্পর্স কবির হাত শেষ বিকেল বেলা।
বিধাতা দিয়েছে তোমায় সব -
কালো আঁখি, সুন্দর কোমল মুখ,
দিয়েছে গভীর হৃদয় ৷
-অথচ দেয়নি সময় ৷
তবে পুুর্ণ হোক,
সব মুছে যাক -
সব পেছনে হাড়িয়ে যাক অতীতে, সময়ের গহীনে,
পাগল কবির সাথে হোক মধু বচন
ঐ প্রকান্ড জলপ্রপাতের তলে,
লক্ষ কোটি জলকনার মাঝে,
তবে পুুর্ণ হোক, অসমাপ্ত প্রণয় তোমার।
----
ছবি সূত্র: গুগোল
নায়াগ্রা আমার প্রিয় জায়গা। মনে মনে প্রায়ই ঘুরে আসি। আপনারাও যেতে পারেন , ভালই লাগবে।
০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
কালো যাদুকর বলেছেন: ভাবছি ফালতু কবিতা আর লিখবো না। রাজনীতি নিয়ে লিখা লিখি করি। লোকজন পড়বে। কি বলেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।