নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উহানের উপহার
------------------
------------------
মনে পরে সময়টা গত শীতের এক দিন,
একটি রঙ্গীন বাক্স করে এসেছিল ছোট্ট উপহারটি ,
সেই উহান থেকে- চকচকে নতুন ইলেকট্রনিক গেজেট।
গাল ফুলিয়ে, ভাইটি বাবাকে বলেছিল - আমারটা কৈ?
২০২০ গ্রীষ্মে, একটু অক্সিজেনের অভাবে বাবা ভেনটিলেটরে।
নাস্তার টেবিলে ভাইয়ের চেয়ারটি শুধুই কাঁদে আজ,
কার্তিকে অবশিষ্ট রয় সবাইকে হারানো উপসর্গহীনা মেয়েটি ।
--------------------------------------------------------------
নোট:- কোভিড১৯ এ আমরা অগণিত মানুষকে হাড়িয়েছি, তাঁদের স্মরণে।
হঠাৎ দেখা
-----------
-----------
তোমাকে ছাড়া জীবনটি শুধু ধূসর মসৃণ পথচলা,
তোমাকে ছাড়া আসলে জীবনে নেই চাওয়া পাওয়া।
যদি এমন হোত, একই পথে হাঁটা যেত,
যদি ঐ কাঁধে নত হয়ে কাঁদা যেত।
হঠাৎ দেখায় আমরা তাকিয়েছিলাম অশ্রুহীন নয়নে অপলকে,
আমাদের চাওয়া ছিল - মুহুর্তটি আটকে যাক মহাকালে।
তোমাকে ছাড়া জীবনটি, আটকে থাকা একবুক কান্না।
--------------------------------------------------------------
নোট:- এই কবিতাটি নিয়ে কিছু আর বলতে ইচ্ছে করছে না।
১১/১২/১৩ রান্কিং স্ট্রীট, উয়ারী
---------------------------------
---------------------------------
একতলাতে থাকেন মুদি দোকানী, ব্যস্ত দিন রাত।
দোতলাতে থাকেন অফিসের কেরোনী, আছে তার নাতনী।
তিনতলাতে থাকেন বাড়ি ওয়ালা, ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার।
চারতলাতে থাকেন আমলা, আছে তাঁর গাড়ি ও দাড়োয়ান।
পাঁচতলাতে থাকেন এলাকার কমিশানার, উঁনি এলাকার প্রধান।
ছয়তলাতে থাকেন একাধারে বুদ্ধিজীবি, সংবাদিক, মিডিয়া ব্যত্বীত্য।
সাততলার পেন্ট হাউসে থাকেন রহস্যময় একজন তরুন।
--------------------------------------------------------------
নোট:- উপরের ঠিকানাটি কাল্পনিক
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৮
কালো যাদুকর বলেছেন: একজন শ্রদ্ধেয় কবিকে অনুসরণ করে সপ্তমী (৭ লাইন, ৭ শব্দ প্রতি লাইনে) লেখার চেষ্টা করেছি। জানি না হয়েছে কিনা। পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার মত গদ্য লিখতে পারি না। পারলে গদ্যই লিখতাম।
২| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৮
মিরোরডডল বলেছেন:
উহানের উপহার, কি বলবো আসলে স্পিচলেস ।
যার গেছে সেই বোঝে কি হারিয়েছে আর কষ্ট কাকে বলে ।
হঠাৎ দেখা পড়ে বুকের ভেতরে গুমরে উঠে একটি চাপা কষ্ট ।
কেনো এমন হয় !
ইউ নো হোয়াট ? সাততলার সেই পেন্ট হাউজটাই সবচেয়ে জোস
১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২০
কালো যাদুকর বলেছেন: উহান আমাদের সর্বনাশ করেছে।
কারন অজানা।
আসলে শেষ কবিতাটি রুপক। সমাজের শ্রেনী বুঝাতে চেয়েছি। সাততলাতে যিনি থাকেন,তিনিই সবচে ক্ষমতাধর।
৩| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৯
মিরোরডডল বলেছেন:
৭ লাইন, ৭ শব্দ প্রতি লাইনে
অভিনব !
১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২৩
কালো যাদুকর বলেছেন: নতুন নয়। আমাদের ব্লগেই একজন কবি আছেন, তিনি অনেক আগেই এরকম করে লিখেছিলেন। আমি সবসমই চাচ্ছিলাম এরকম একটি কিছু লিখতে।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: সত্যিই ভালো হয়েছে।