নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সারাদিন অন্দর বন্দর, অলি গলিতে হেঁটেছ,
স্মৃতির পথ ধরে, মৃদু চরণে, মন্থর লয়ে খুঁজেছ।
তব গলিত হৃদয়ে- খুঁজে কি পেয়েছ হারানো ভালবাসা-- কালো মানুষের জন্যে ?
কিন্নরী পরী হয়ে, গানে গুন্জনে, মশগুল ছিলে হলুদ বসন্তে ও অন্যে।
রুপালী আঁচলে ঢাকা, কালো-গভীর আঁখি হল আজ বাঁধভাঙ্গা ঝরনা,
কাল চিঠি পড়ে, এত পথ হেঁটে, অবশেষে পেয়েছ ভালবাসার ঠিকানা।
কালো যাদুকর -শুণ্য হতে আনে, সুনয়না ভালোবাসা, নিজেকে বোধে - সে রবে অধরা।
ছবি:ইন্টারনেট।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৩
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। বানানে বরাবরই কাঁচা। ঠিক করেছি।
২| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৩
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২২
এম ডি মুসা বলেছেন: সুন্দর
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৩
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: কেন যে আমি কবিতা লিখতে পারি না!!!
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৬
কালো যাদুকর বলেছেন: হা হা। কে বলেছে পারেন না। আপনার সুন্দর সুন্দর কবিতা পরেছিতো ভাই। আপনার কবিতা, গল্প বা ডায়েরী সবই সুপাঠ্য।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯
মিরোরডডল বলেছেন:
যাদুকর
বানানটা *ভালোবাসা* হবে