নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদ্ধ ঘরটিতে বসে ভাবি- সবুজ পানের পাতার মত মুখটির কথা-
ডিজিটাল গানের কথা গিলছি খুব করে যথা তথা,
কাজ নেই, কাজের খোজ নেই,
স্বপ্নের অভাব নেই।
রংঙ্গিন ছবি, ধোঁয়া , ভাসা ভাসা মাতালী ফুড়ফুড়ে সুখ ,
উনূুমুক্ত পিঠ, দেহ, চঞ্চু , বিস্ফোরিত ঠোট উন্মুখ।
হাতের কাছেই শিরশিরে অনুভতি,
নিজের করে নিচ্ছি- অসতি ও রতি।
বদ্ধ ঘরটিতে বসে ভাবিছি আচার বিচারের কথা-
চলচিত্র দেখছি প্রান ভরে খুব করে যথা তথা,
কাজ নেই, কাজের খোজ নেই,
ভাওলেন্স আছে, ব্যাভিচারের অভাব নেই।
খুন , রাহাজানি, ধর্ষনের নন্দন,
আহা কি অপরিচিত আনন্দ ও চন্দন।
ভিলেন হয়ে আমিই হিরো,
ওরা শুধুই শত ধর্ষন পুরনের জিরো।
বদ্ধ ঘরটিতে বসে ভাবি একটা সুষম সমাজের কথা-
রাস্তায় দেখছি ফকির মিসকিন যথা তথা।
বানভাসী মানুষের আহজারি,
যেন বিরক্তিকর মাগির বেটার অতিরিক্ত জারি।
নিজের ছেলেমেদের দিচ্ছি লিভাইসের জিন্স,
আমার অনুজরাই ভাল থাক, যেন রাজকন্যা ও প্রিন্স।
এটাতেই শান্তি,
বাকি সব ভ্রান্তি।
আমি গর্বিত- এক ভন্ড, লম্পট, ধর্ষক, তেল মারা বাটপার,
আমি গর্বিত- আঁতেল ও ব্যাংক লুট করা পাওয়াদার।
আমি গর্বিত- ঘুষখোর আফিসার, ভক্ষক,
আমি গর্বিত- বেতান বকেয়া রাখা মালিক, নীতিনির্ধারক।
কেন যে ভাবি- পান পাতার মত মুখটির কথা,
বা আচার বিচারের কথা,
অথবা একটি সুন্দর সমাজের কথা।
তবে কি দুর্বল হল মন,
সময় কি শেষ হল-
বদ্ধ ঘরে সেঁ বেধেছে আমাকে সত্যের বন্ধনে,
আজ একটি খুন হবে তোমাদের সন্মুখে,
লহমাতে ছড়িয়ে পড়বে রক্তের রাশি,
কাল পত্রিকাতে বের হবে এক কাপুরুষের খবর, বাসি।
একটি ছুড়ি দেহের প্রতিটি অংগকে ছেদ করবে,
দেহের প্রতিটি কোষ মরে যাওয়ার আগে বেদনা অনুভব করবে,
ত্রিশ ঘন্টা ধরে নিউরন মনে করিয়ে দেবে এই কষ্ট।
আহা কি শোধের মৃত্যু।
আজ হোক সে প্রতীক্ষিত খুন।
নোট: এটা একটি কল্পনীক কবিতা।
০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩৫
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। বিষয়ভিত্তিক ব্যাপারটা আমারও পরিস্কার না। সরি , সাহায্য করতে পারছি না।
২| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার কথামালা হে সুপ্রিয়। ভালো থাকবেন।
২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮
অধীতি বলেছেন: এরকম কল্পনাও উপকারী। কবিতা ভালো লেগেছে।
বিষয়ভিত্তিক লেখার নিয়ম কি যদি বলতেন।মানে কি করলে লেখাটা বিষয়ভিত্তিক অংশে দেখাবে।