নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

যোগ বিয়োগ

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১




ঝলমল দুপুরে, মেঘের ভেলায় চড়ে যাও-
ঐ দুরে, উড়ে- বক হয়ে।
তোমাকে উপহার দিয়েছিলাম এক সমুদ্র চোখের জল,
হাওড় - বিলের মত।

যত দুরে দেখা যায়, তোমার মনের সিমানা,
দেখা যায় দিগন্তে সরল রেখা আর পাহাড়ের সারি।
তেমনি বিরল, অচীন ঠিকানা তোমার।
দিশা নেই,
জানা নেই তার খোঁজ।

স্তব্ধ থেমে থাকা দুপুরে,
মনে পরে, ফেলে আসা অপূর্ণ কথা।
জীবন থেমে ছিল এভাবেই,
ঠিক আজকের পড়ন্ত বেলার মত।

অথচ সময় চলছে টপ-টপ করে গড়িয়ে,
তোমার দেশে -
সূর্য ডুবে যাবে, হবে অন্ধকার।
আকাশের তারারা হাসবে -
নক্ষত্রের স্ত্রীর মত।

রাতের বাসে ফিরতে ফিরতে,
নিজের অজান্তেই ভাববে,
থেমে থাকা এই সোনালী দুপুরের কথা।

মনে পরে এমনি এক বসন্তের দুপুরে
পলাশ শিমুলের বনে,
দুচোখে চোখ রেখে
বলেছিলে-
বাধঁবে - রঙীন বাসর
মেঘের দেশে,
ভালবেসে ও- প্রিয়তমা।

ইচ্ছে হত-
তোমার মত ডানা মেলে উড়ে যেতে,
অজানায়-
মন পবনের দেশে।

মনের যোগ বিয়োগ মেলে না,
খুজে পায় না ঠিকানা।
রোদেলা ও গভীর লোনা জলের প্রান্তরে,
সে কেবলি ডুবছে,
থই থই বিষাদে।









ছবি: আমারই তোলা, কোন এক অলস দুপুরে।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লেগেছে

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১১

কালো যাদুকর বলেছেন: জেনে ভাল লাগছে। অনেক ধন্যবাদ আপা।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ--------------

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৩

কালো যাদুকর বলেছেন: লিটন ভাই কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতাতে নাকি কয়েক লাইনে অনেক বড় লিখা যায়।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



জীবনটা নদীর মতো, আপন পথে বয়ে যায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯

কালো যাদুকর বলেছেন: গতানুগতিক ব্লগিংয়ের নিয়ম কানুন মত, সব সময় আলাপ আলোচনাতে থাকতে পারি না, সময় সুযোগের অভাবে। তবে আপনার আর যারা নিয়মিত লেখেন, তাঁদের লিখা পড়া হয়।

নদীর মতো তো বটেই। নদীর উপরে একরূপ, গভীরে আরেক, বার হতে কিূছু বুঝা যায় না। আমরা তাই।
অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯

কালো যাদুকর বলেছেন: দেশি ভাই ভাল আছেন? অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

নাসরিন ইসলাম বলেছেন: প্রাঞ্জল উপস্থাপনা মুগ্ধ করেছ।ভালো থাকবেন ভাইয়া।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.