নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল থেকেই ভাবছে সে- টাকার দাম নেই,
কাজের খোঁজ নেই,
শুধু নেই নেই।
সারি সারি বেকার মানুষের স্রোত
সারি সারি অচল অফিস-কারখানা,
বা ফাঁকা রাস্তা।
সব, চলছে গ্রামের দিকে।
যেন এক মস্ত ক্ষুধার্ত ড্রাগন, ভয়ানক ক্ষেপে - চলেছে
সব ধ্বংস করে দিতে।
সকাল থেকেই ভাবছে সে- টাকার দাম নেই,
হয়ত টাকা নির্ভর অর্থনীতির আর স্থায়িত্ব নেই।
এটাই কি তবে শেষ?
ভাবে শহরের বেকার মানুষ।
শেষ বলে কিছু নেই।
চড়ুই পাখীটির পালক বা মানুষের চামড়া,
সে তো একই উৎস - একই কার্বহাইড্রোজেন,
যেটা বিগ ব্যাংঙ্গ থেকে শুরু।
হ্য়ত বস্তুর রুপান্তর প্রয়োজন,
হ্য়ত নীতির পরিবর্তন অনির্বায।
হয়ত কাজ বা অর্থনীতির পরিবর্তন আসবে,
শেকড় থেকে, গ্রাম থেকে,
বেকার মানুষের হাত ধরে।
#ছবি: গুগোল
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। বাঁচার তাগিদেই পরিবর্তন আসতে হবে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন। কবিতার মতোন বাস্তব হয় না।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
কালো যাদুকর বলেছেন: কঠিন তো বটেই। পরিবর্তনের অনেক রূপ। কিছু দিক খুব রূঢ়। সেগুলো কবিতার মধ্যে আসেনি। মন্তব্যের জন্য অনেক ধন্যবদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম পরিবর্তন আসবে
সুন্দর হয়েছে