নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন থেমে যায়-
সে কত দিন, মাস বা বছরে-
কেউ জানে না, তুমি জান না।
এক মনে কত চোরা গলি,
কেউ বোঝে না, তুমি বোঝে না।
এক হৃদয়ে কতজনকে ভালবাসা দাও,
একজনকে, দুজনকে,
কেউ জানে না, তুমি জান?
কেই বেঁচে থাকে বহুদিন,
এই একরকম বেঁচেবর্তে থাকার মত।
কেই চলে যায় চিরতরে,
সবাইকে কাঁদিয়ে।
কেউ চলে যেয়েও,
বেঁচে থাকে চিরদিন, ওঁর কাজে-
সময় চলে যায়,
এরকম অর্থহীন কবিতার মত।
ঐ ছোট্ট পাখি, বা পাহাড়ি হাতি
ওরা সবাই বেঁচে থাকে, মুক্ত বিহঙ্গ মনে,
ভালবাসার সরব প্রকাশে,
পূর্ণ ওদের জীবন।
অথচ তুমি আমি, আমরা,
বেঁচে থাকি-
মনের চোরা বালিতে ডুবে।
দ্বিধা - দ্বন্দে , ভালবাসাহীনতায়, অন্ধকারে।
আজ যে বেঁচে আছো,
এসো হাত ধর,
ভেসে বেড়াই মুক্ত বিহঙ্গ মনে,
ভালবেসে।
যদি যেতেই হয় বন্ধু,
তবে দাও ভালবাসাটুকু উজাড় করে।
এপাড়ের না পাওয়া টুকু ধুয়ে যাক,
চোখের লোনা জলের ধারায়।
জীবন থেমে গেলে,
মানুষ কোথায় যায়-
কেউ জানে ? তুমি জান ?
শুধু তার স্মৃতিটুকু থাকে।
এই সবুজ ধরনীর বুকে,
মেঘের মত ভেসে বেড়ায়।
তুমি চাইলেই দেখতে পার,
ছুতে নয়।
যদি না চাও -
তাহলে ভুলেও যেতে পার।
--------------
-------------
নোট:
এই কবিতাটি একজন বন্ধুকে উৎসর্গ করছি। একদিন সবাইকেই যেতে হবে, কেউ আগে, কেউ পরে। যাঁকে নিয়ে লিখছি, তাঁর আগে আমাকেও চলে যেতে হতে পারে।
২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
কালো যাদুকর বলেছেন: লিটন ভাই , আসলে চলে যেতে সমস্যা নেই, অকালে, অপূর্ণ থেকে চলে গেলে, মন ভেঙে যায়। ধন্যবাদ।
২| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ ছবি আপা।
৩| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১০
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: চমৎকার হয়েছে। সত্যি আমরা মনের চোরাবালিতে ডুবে কত কিছু হারিয়ে ফেলি। +++
২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
কালো যাদুকর বলেছেন: ঠিকই বলেছেন। আমি আমার বিপদগামী মনকেই সব থেকে ভয় পাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা I
২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
কালো যাদুকর বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
৫| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৭
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লিখেছেন।
২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
কালো যাদুকর বলেছেন: অশেষ ধন্যবাদ।
৬| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
কালো যাদুকর বলেছেন: প্রাণ থাকুক আফুরণ্টট, মন থাকুক প্রশস্ত। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার আসলে চলে যেতে হবে এ্টাই চিরসত্য খুব ক্ষ্ট