নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনারা খুজে পায় পলাশ শিমুল বনে বসন্তের উৎসব,
ভাবনারা যেন দুর তারাদের আলো, রাতের আধার কেটে পৌছে যায়,
গোলকের সব প্রান্তে।
ভাবনারা খুজে পায় তার মনের ভেতর শুভ্র তুষারের চুড়া।
ভাবনারা হল বৃস্টি ভেজা বিকেলে বাড়ি ফেরা,
এক চিলতে জানালার পাশে বসে- ঘন আষাঢ়ের খোজ,
পানি জমে যাওয়া গলির মাঝে কিশোরের দল।
ভাবনারা তার মনের ভেতর খাঁ খাঁ দুপুরে যেন তৃষ্ঞার্ত ধবল পায়রা।
ভাবনারা হল কোন লোড শেডিংয়ের রাতে ভরা পূর্ণিমার জোয়ার,
জোনাকি পোকার বনে- চাদেঁর হাসি,
মধূর সোহাগে ভেসে যাওয়া বধুর, এক রতি অবসর।
ভাবনারা হারায় তার বুকের চোরা কাটায়,
ভাবছি মনে, কেবল ভাবছি মনে।
ভাবনারা হাসে, বছর শেষে সোনালী ধানের বুকে- কৃষকের মনে,
সারাদিন রিকশা চালিয়ে, ঘরে ফিরে খোকার আলিঙ্গনে,
ক্যাম্পসের জমাট আড্ডায়, ক্যন্টিনের চাঁয়ের পেয়ালায়,
যুদ্ধশেষে সৈনিকের বাড়ি ফেরার রাস্তায়,
অসম্ভব অসুখের পরে প্রিয়জনকে না হাড়ানোর ভাবনায়।
ভাবনারা দেখেেছে অনেক ভিড়ের মাঝে নিঃসঙ্গতা
শত চেস্টায় ভুলে থাকা, এ লোকালয় ও চঞ্চলতা ,
সব পেয়েও - কি যেন এক শুন্যতা।
ভাবনারা হল নিরবে - গোপানে দুঃখ পাওয়ার
এক একান্ত নিষ্ঠুর অনুভুতি,
যাকে একদিনও ছোঁয়া যায়নি,
ধরা যায়নি।
ঠিক তার মত,
যে এক চির অচিন জন।
---------
----------
ছবি- এক রাতের ছবি।
©somewhere in net ltd.