নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু
-----
এখন আর মনে কোন চাওয়া পাওয়া নেই,
মৃত্যু আসলেও কোন ক্ষোভ নেই ।
সবই আটকে আছে, একটি ভয়ে - মৃত্যুর,
কাজেই মৃত্যুকে ভয় করে কি লাভ।
ভালবাসা
---------
ভালবাসা রয়ে যায় জীবনের ব্যপ্তিতে,
রন্ধ্রে রন্ধ্রে , অণুতে, প্রশ্বাসে।
সে মরে না, সে মৃত্যুতেও ফিরে আসে,
সোনালী ডানার চিল হয়ে।
ঝুম বৃষ্টি
---------
কাল নেমেছিল গভীর রাতে।
তারাদের ঢেকে দিয়ে অন্ধকারে, নূপুরের ঝংকারে,
আহা সে কি প্রশান্তির বৃষ্টি।
ঝাপসা কাচের জনালার মাথা রেখে,
ঘুমিয়ে পরার আগে, মনে হয়েছিল ভালবাসার মৃত্যু হয়নি।
শেষ
------
একদিন আসব ফিরে এই মেঘেমালায়,
একদিন আসব ফিরে বৃষ্টি হয়ে,
একদিন আসব ফিরে ভালবাসব বলে,
একদিন আসব ফিরে মৃত্যুর আগে,
একদিন দেখা হবে শেষের আগে।
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৬
কালো যাদুকর বলেছেন: জানিনা সুনদর কিনা, তবে শেষটা ভাল আশা করছি। ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:৩৭
নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৬
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৫
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
১৯ শে মে, ২০২০ সকাল ১১:০৬
কালো যাদুকর বলেছেন: @সাইন বোর্ড ভাই অনেক ধন্যবাদ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮
মিরোরডডল বলেছেন:
খুবই ভালো লেগেছে ।
‘এখন আর মনে কোন চাওয়া পাওয়া নেই
মৃত্যু আসলেও কোন ক্ষোভ নেই’
‘সে মরে না , সে মৃত্যুতেও ফিরে আসে
সোনালী ডানার চিল হয়ে’
‘একদিন আসবো ফিরে মৃত্যুর আগে
একদিন দেখা হবে শেষের আগে’
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪
কালো যাদুকর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।