নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃদ্ধ বাবা - মসজিদে নামাজ শেষে সবে রাস্তায় পা রেখেছেন,
আমাদের সকলের বাবা।
যে বাবা ধুঁকে ধুঁকে সংসারটা আগলে ছিলেন,
সেই বাবা,
ক্লান্ত হয়ে ফিরছেন।
তিনি শুনেছেন, কোথায় , কি যেন গোলমাল লেগেছে,
ধুর ছাই-
আজকাল আর কিছু মনে থাকে না ।
কোথা থেকে এল -একদল, লাঠিশোটা, তরবারি, মশাল নিয়ে,গেরুয়ার দল--
আমাদের বৃদ্ধ বাবা ঠাহরও পেলেন না।
জমিনে মাথা নত করে,
আমাদের বৃদ্ধ বাবা কত কাকুতি মিনতি করলেন,
মৌলবাদি গেরুয়া জানোয়ারের দল, কিছুতেই থামল না,
রক্তের পিয়াস পেয়েছে ওদের,
শহরে বক্তের পোড়া গন্ধ,
শহরে বৃদ্ধ বাবার মাংসের গন্ধ।
পচাঁশি বছরের মা আমার,
উনে আমাদের সকলের মা।
যে মা আমাকে তোমাকে,
মৌলবাদি গেরুয়ার দলকেও- পৃথিবী দেখিয়েছে,
--সেই মা,
পচাঁশি বছরের -মা হাঁটতেও পারেন না ঠিক মত।
তিনি শুনেছেন, কোথায় , কি যেন গোলমাল লেগেছে,
ধুর ছাই আজকাল আর কিছু মনে থাকে না ।
কোথা থেকে এল -একদল, লাঠিশোটা, তরবারি, মশাল নিয়ে, গেরুয়ার দল--
আগুন দিল, দাউ দাউ আগুন।
আমাদের বৃদ্ধ মা ঠাহরও পেলেন না,
আমাদের বৃদ্ধ অচল মা দৌড়ে পালাতেও পারলেন না-
যখন অন্য সবাই পালাল, অসহায় মা চেয়ে রইলেন,
হায় আমার অভাগা মা।
এমনি করে বার্লিনের পথে কত মা-বাবা মরেছেন,
সেই অনেক আগে বর্বরতার যুগে, হিটলারের যুগে।
এ যেন কাল্পনিক "আঙ্কল টমের কেবিনকে"ও হার মানায়,
সেই ব্লাক হিস্টিরীর যুগে।
তবে কি এল ফিরে মগের মুল্লুক,
তবে কি ফিরে এল হিটলার, মুসোলিনের যুগ।
কে কে কে , নিউ নাৎসী , মৌলবাদি গেরুয়া
এই অতি আধুনিক যুগে, মধ্যযুগের প্রতিনিধি।
ইতিহাসে ওরা খলনায়ক,
ইতিহাস কাউকে করে না ক্ষমা।
বক্তাক্ত বাবার লাশ, পোড়া মায়ের মাংসপিন্ড
এঁদের আত্ত্বা নিরবে কাঁদে।
এর সাথে কাঁদে মানবতা।
আমরা ওদের আভিশাপ দেই,
আভিশাপ!
আভিশাপ!!
আভিশাপ!!!
সকল মৌলবাদি গেরুয়া জানোয়ারের দল নিপাত যাক।
মানবতা মুক্তি পাক।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: লেখায় তেজ আছে।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে খুব রাগতাম, এখন চিন্তিত হই, তার কারণ আমারা আমাদের কর্তব্য পালন করছি না। গরিব হলে, অত্যাচারিত হলে মানুষের মহজ বিকল হয়। অভিশাপ না দিয়ে আশীর্বাদ করলে অন্তত মানবতা রক্ষা পাবে।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।