নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

থেমে থাকা ভাবনা

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫



রাস্তার ঠিক মাঝের সড়ক দ্বীপে বসে দেখছি,
সাই সাই বাহনের চলাচল,
আথচ আমি ঝিম ধরে থেমে ভাবছি।

দুর থেকে রিন ঝিন অপরিচিত গান ভেসে আসছে,
অথচ তোমার গানটি কিছুতেই করটির বার হচ্ছে না।

আকাশে অনেক উচু কনক্রিটের দালানের বাহার,
সারি সারি উচু দালান-
অথচ ভাবছি নীল আকাশের মত গভীর একজোড়া নয়নের কথা ।

কালো চুলের জোয়ান মানুষ,
সাদা চুলের বৃদ্ধ মানুষ,
সবাই ক্রমাগত বয়স্ক হচ্ছে।
অথচ আমার ভাবনার বয়স একটুও বাড়ছে না।

লজ্জা, মানসিকতা , মূল্যবোধ
কেবলই পরিবর্তন হচ্ছে,
অথচ সাধারন লাজুক রমণীর মত,
তুমি রয়েছ অবিচল আবক্ষ ভাস্কর্য হয়ে।

আমার এই ভাবনাগুলো থেমে গেছে-
ধ্রুব সত্যের হয়ে,
তোমাকে জড়িয়ে,
তোমাকে ভালবেসে।

সত্যরা পরিবর্তন হয় না,
এই ভালবাসাটুকুর মত।

অন্য সবকিছু হারিয়ে যায়,
মিথ্যে হয়ে যায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৩

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে, কালো চুলের জোয়ান মানুষ
সাদা চুলের বৃদ্ধ মানুষ।।

২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪০

কালো যাদুকর বলেছেন: সবারই বয়স বারে। ব্লগে এসে কস্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪১

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল, সুন্দর উপস্থাপন ।

২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪১

কালো যাদুকর বলেছেন: আমি সরল মানুষ, সরলতা পছন্দ করি। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.