নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র বুলেট বিধেছিল ঐ বুকে,
এফোড় ওফোড় করেছিল বাংলাকে।
তবুও মুছে যায়নি তোমার নাম,
আমাদের শেখ মুজিবর রহমান।
৩২ নম্বরে ছিল প্রবেশ সকলের, অবাধ ও সহজ,
ছোট-বড় , ধনী-গরিবের নেতা তুমি আর সকলের আশ্রয় ও সম্বল।
মানুষকে ভালবেসে তুমি হয়েছিলে মহিয়ান,
অথচ কিছু মানুষই কিনা-
জনগনের কাছাকাছি অরক্ষিত ঘরে হায়েনা এসেছিল এই ১৫ ই আগস্টের রাতে,
অজস্র বুলেট বিধেছিল ঐ বুকে,
এফোড় ওফোড় করেছিল তোমায়,
আর করেছিল অবোধ ১০ বছরের বালক, ও নারীকে।
২১ টি বছর ওরা আড়ালে রেখেছিল তোমায় - বিকৃত ইতিহাসে,
তবু পারেনি ছিনিয়ে নিতে তোমায়,
এই বাংলা মায়ের বুক হতে।
হাজার বুলেট মুছতে পারেনি একটি মুজিবের নাম।
মুজিব তো শুধু নাম নয়-
সে একটি ধারক, বাহক, ও একটি ধারনা,
যে "ধারনা" বুলেট দিয়ে শত চেস্টা করেও মোছা যায় না।
"আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না।"
-বলেছিলে তুমি।
ওরা পারেনি আমাদের আটকাতে,
ওরা পারেনি এই বাংলায় তোমাকে মুছতে।
অজস্র বুলেট বিধেছিল ঐ বুকে,
এফোড় ওফোড় করেছিল বাংলাকে
তবুও মুছে যায়নি তোমার নাম,
আমাদের শেখ মুজিবর রহমান।
-----
-----
@@ দুঃখিত, পরে কমেন্টের উত্তর দিব।
১৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ প্রথম পাঠের জন্য।
২| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
কালো যাদুকর বলেছেন: রাজীব অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪
বিজন রয় বলেছেন: আপনি এত কম লেখেন কেন?
নতুন পোস্ট দিন।
১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
কালো যাদুকর বলেছেন: আমার অপারগতা মাফ করবেন। অলসতা আর ব্যবস্ততা। চেস্টা করব। সময় করে ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩
ইসিয়াক বলেছেন: ভালো