নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

তেলাপোকা

২৭ শে জুন, ২০১৯ ভোর ৬:৩৯

সকালের রোদে ওরা হাঁটছে দুজন,
পাশাপাশি হাত ধরে, দুজনে বিজন।

আরেকটু এগুতেই হামলে পরল ওরা কজন,
মা গো আমারে ছেড়ে দে - ককিয়ে সুজন।

প্রিয়তমের আকুতি পেলনা ছোয়া পাষাণের মন
রক্তে রক্ত‌াত হল দেহ, পথ আর সুশাসন।

ক্লিক ক্লিক ঝন ঝন ছবির আয়েশ,
এলোনা একজনও ওরা সব তথাকথিত "মানুষ"।

একটি প্রাণ গেল,
একটি সমাজ উল্টালো,
আর কলো হল সবার বিবেক।

এখন একটি বিচার হবে,
এখন একটি শাস্তি হবে।

প্রাগৈতিহাসিক যুগের তেলাপোকার মত ওরা সব আসবে,
এরা মুষরে তেশ্রে অশালীন ভাবে বেচে থাকবে,
পাষাণের দল বড় "গর্ব" করে বেচে থাকবে।

অনেকদিন পরে,
গত হওয়া সঙ্গি ফেলে ও হাঁটবে একা
অশালীন পাষাণের দল আবার এসে - ওকে রেপ করবে,
আবার ওর নিথর দেহ কোথাও দেখা যাবে।

আবার একটি বিচার হবে।
আবার একটি শাস্তি হবে।


এরপর আবার একটি রোদেলা সকাল হবে,
তখন রাস্তায় হাঁটবে শুধুই তেলাপোকা,
বিশ্রী অশালীন তেলাপোকা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৯ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা দুঃস্বপ্ন জেগে থেকেই দেখে ঘুমোতে হচ্ছে, কতগুলো শুয়োর এই দেশে বাস করে, আসলেই এই দেশ বসবাসের অনুপযোগ্য, কী বিভৎস হত্যাকান্ড-কাল রাত স্ট্যাটাস লিখে ঘুমাইছিলাম

আর সহ্য হয় না এসব দেখে কী হলো মানুষের এত পাষাণ কী করে হয় :(

২| ২৭ শে জুন, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.