নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন জেড

২৫ শে মে, ২০১৯ দুপুর ১:৩৫



আমরা একদল জেড জেনারেশন
কলেজের আড্ডাতে রোজ পরে থাকে মন,
সোসাল মিডিয়ায় - দিয়েছি পরিপূর্ণ মনন।
কে ছেলে কে মেয়ে চেনা দায়,
ভালবাসা সেকেলে, আছে অন্তরঙ্গ পার্টনার,
বিয়ের কানামাছি - সে আজ ভীষন অপ্রয়োজনীয় খেলা।

গবেষনা, পেপার সিমম্পোজিয়াম- রুপান্তরিত করেছি পরিবর্তিত ধারায়,
পড়াশুনা করিনা আর, উত্তর জানা কি দরকার-
কৃত্তিম বুদ্ধিই যখন বানাই গতানুগতিক সমস্যার।

আমরা একদল জেনারেশন জেড, বাস করি এক রুপকথার দেশে,
প্রগৈতিহাসিক অভঙ্গুর শাসক আমাদের, সম্পূর্ন বিচ্ছিন্ন আমাদের চেতনায়।
স্থির জলের মত বদ্ধ শান্ত জলের স্থিরতায়, হরিয়ে যায় প্রয়োজনীয় ঘটনা- র্ধষন, গুম আর খুন ।
প্রয়োজনীয় পরিবর্তন আমাদের ধরা দেয় না।

আমরা সবাই "একদল", আমরা জেনারেশন জেড।
আমরা সবাই যুক্ত গভীরে, আমাদের তরে,
তোমাদের থেকে অনেক দুরে , পরাবাস্তবতায়,
একদিন পরাবাস্তবই শাসন করবে এই অর্বাচীন তোমায়।


নোট:
আমাদের দেশে আর ৬০ বা ৯০ এর মত আন্দোলন হবে না। এই জেড জেনারেশনকে শাসন করা খুব সহজ। কাজই রাজনৈতিক পরিবর্তণ হওয়ার আশা খুবই কম।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৯ দুপুর ২:০৩

নীলপরি বলেছেন: বাহ । দারুণ লিখেছেন ।
শুভকামনা

২৫ শে মে, ২০১৯ দুপুর ২:০৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৪:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: সত্য লিখেছেন।

২৫ শে মে, ২০১৯ রাত ৮:৩৮

কালো যাদুকর বলেছেন: আমাদের দেশে আর ৬০ বা ৯০ এর মত আন্দোলন হবে না। এই জেড জেনারেশনকে শাসন করা খুব সহজ। কাজই রাজনৈতিক পরিবর্তণ হওয়ার আশা খুবই কম।

৩| ২৫ শে মে, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৫ শে মে, ২০১৯ রাত ৯:০৩

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ,

৪| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:৩৩

বলেছেন: হাহা --- কখন কি হয় বলা দায়!!
জেনারেশন জেড ফোর্স

সুন্দর কুবিতা

২৫ শে মে, ২০১৯ রাত ৯:৩৫

কালো যাদুকর বলেছেন: বলা মুশকিল ঠিকই। যাই বলেন আগের মত আর আন্দলন হয়ত এরা আর করবে না। হয়ত অন্য কোনভাবে পরিবর্তন ঘটাবে যেটা আমরা এখনো জানি না।

৫| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আধুনিকতার সত্য কাব্য......

মানুষ যতো আধুনিক হচ্ছে, তত বৃদ্ধি পাচ্ছে পঙ্কিলতা ......

কবিতায় দখিন হাওয়ার ন্যায় মুগ্ধতা.....

২৫ শে মে, ২০১৯ রাত ৯:৩৭

কালো যাদুকর বলেছেন: হয়ত পঙ্কিলতাই এদের নতুন নর্ম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.