নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেল গড়িয়ে মরা রোদ্রের শেষ,
স্মৃতি চুইয়ে পরা চেনা অচেনা মুখের রেশ।
আশা টানা পোরানের কত মধুক্ষন,
টুকরো টুকরো আনন্দ কথন।
আদরের ঘ্রানে ভরা পড়ন্ত বিকেল,
ছুটোছুটি ভোঁ ভোঁ দৌড় আকুল বিকুল।
শত অন্যায় নিয়মে বাধাঁ খেলার আসর,
নিঃশ্বেষিত দুরন্ত ওরা, তবু নেই এতটুকু অবসর।
বিকেল গড়িয়ে মরা রোদ্রের হাড়,
আপন মুখেরা হারায় যেন রাতের ওপার।
স্মৃতি চুইয়ে আসে ফিঁকে হওয়া শৈশব,
আয়নার ওপাশে অধরা অবয়ব।
১৯ শে মে, ২০১৯ ভোর ৬:০৪
কালো যাদুকর বলেছেন: প্রিয় মেঘ প্রিয় বালক : আপনার শুভেচ্ছা সাদরে গ্রহন করলাম। শৈশব সব সমই বড় মধুর। ফিরে ফিরে পেতে ইচ্ছে করে। অনেক ধন্যবাদ প্রথম মন্তব্যকারী।
২| ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৫৯
ল বলেছেন: ব্যাক ম্যাজিশিয়ান,,
আপনার কাব্য প্রতিভায় মুগ্ধ হলাম।।
শৈশব প্রিয় শৈশবের স্মৃতি চুইয়ে আসা ফিঁকে
তবুও মনের গহীনে রয় টিকে।।।
১৯ শে মে, ২০১৯ ভোর ৬:০৬
কালো যাদুকর বলেছেন: প্রিয় ল ভাই, আপনি বারিয়ে বলছেন। আমি সামান্য চেস্টা করেছি মাত্র। আপনার কাব্যিক মন্তব্য ভাল লেগেছে। ধন্যবাদ।
৩| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:০১
জগতারন বলেছেন:
স্মৃতি চুইয়ে আসে ফিঁকে হওয়া শৈশব,
আয়নার ওপাশে অধরা অবয়ব।
খুব সুন্দর কথামালা।
কবিতাইয় খুব ভালোলাগা রহিল।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করি
১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৮
কালো যাদুকর বলেছেন: জগতারন অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।
৪| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: শৈশব হলো এক টুকরো আনন্দ !
১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৪০
কালো যাদুকর বলেছেন: একটি আনন্দময় শৈশব একটি সুনন্দর মানুষ উপহার দেয়। অথচ, আমাদের অনেকের শৈশবই অনেক কস্টের হয়। অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।
৫| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা শৈশব
মেয়েবেলা আমার মেয়েবেলা
সে আর আসবে না ফিরে।
খুব সুন্দর লিখেছেন যাদুকর
১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৩
কালো যাদুকর বলেছেন: কাজী ফাতেমা ছবি সুন্দর মন্তব্য। শৈশব সে একবারই আসে। সে আর ফিরে আসার নয়, তাকে আর ধরা যায় না।
৬| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮
মুক্তা নীল বলেছেন: আহা !!সেই মায়া ভরা শৈশব যদি আবার কখনো ফিরে পেতাম,,,
খুব সুন্দর করে শৈশব কে নিয়ে কবিতা লিখেছেন। অনেক ভালো লাগা রইলো।
১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১৩
কালো যাদুকর বলেছেন: আবারও ধন্যবাদ। শৈশবের মত দেখতে বিকেল আসে, সেটা শুধুই দেখা যায়, সেটা নিয়ে কবিতা লিখাও যায়, কিন্তু প্রবেশ করা যায় না।
৭| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৯ শে মে, ২০১৯ রাত ১১:২৮
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: আরে শৈশব!
সেতো এক মহান সময়।
১৯ শে মে, ২০১৯ রাত ১১:৪৭
কালো যাদুকর বলেছেন: মাহমুদুর রহমান ভাই অনেক মিস করি শৈশব মাঝে মাঝে। ধন্যবাদ।
৯| ২৫ শে মে, ২০১৯ সকাল ১০:৩৯
শেহজাদী১৯ বলেছেন: শৈশব জীবনের সবচাইতে সুন্দর সময়।
২৫ শে মে, ২০১৯ দুপুর ১২:১২
কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম। ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ।
১০| ১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩২
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।
১৫ ই জুন, ২০১৯ সকাল ১০:০৬
কালো যাদুকর বলেছেন: কবি, আপনার ভাল লাগল জেনে আমারও আনন্দ হল। শখের বশে লেখা। ভাল লিখতেও পারি না। যা লিখতে চাই, তা প্রান পায় না। আমার ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৫২
মেঘ প্রিয় বালক বলেছেন: মনে হচ্ছে আবারো নতুন করে ডাকছে আমার শৈশব,আবার যদি ৭ টি বছর পিছনে যাওয়া যেত? জাগ্রত হাসনাহেনা ফুলের শুভেচ্ছা নিবেন। আর হ্যাঁ,আমিই কিন্তুু প্রথম মন্তব্যকারী।