নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ফাল্গুন মাসের সকাল,
ঠিক সকাল ও না, সকাল আর মধ্যাহ্নের মাঝের সময়,
ঐ সময়টা হল হারানোর ক্ষন।
আমি শুনছিলাম অনেক কলকাকলি,
দুর থেকে শুনছিলাম গেট ঠেলে বের হওয়া তোমাদের কোলাহল,
সব ছাপিয়ে কিন্নরীর মিস্টি হাঁসি।
মড়া পাতা মাড়িয়ে যাওয়ার শব্দ শুনছিলাম,
সকালের ঝকমকে রোদে, আর না উষ্ঞ না শীতল বাতাসে- বসে বসে যখন দেখছিলাম তোমাদের মেলা
তখন হলকা শাড়ির আঁচল আর লম্বা চুলের দল পাল্লা দিয়ে উড়ছিল।
হঠাৎ শব্দরা ফিসফিসে পরিণত হল, তারপর অনেকটাই চুপচাপ,
ঔ কালো টানা হরিণি চোখে অনেক ফন্দি হচ্ছিল,
আমাকে জব্দ করার।
আমার সমস্ত বাধা ভেঙ্গে পরছিল,
তুমি সবদিক থেকে আসছিলে, ঘুর্নি বাতাসের মত,
আমাকে শক্ত করে আটকেছিলে, কাল নয়ণা জলদস্যুরাণীর মত।
আমি ভেবেছিলাম--সে বন্ধন ছেড়ে পালাতে হবে না।
হারানোর এই ক্ষনে-
এই পলাশের ছায়ায় বসে ফাল্গুন মাসের সকালে,
ঠিক সকাল ও না, সকাল আর মধ্যাহ্নের মাঝের সময়,
আমি হরিয়ে ছিলাম তোমায়।
সাইড নোট: এখন কোন উত্তর দিতে পারবনা, চোখে অনেক ঘুম।
১০ ই মে, ২০১৯ সকাল ৯:৩২
কালো যাদুকর বলেছেন: কাজী ফাতেমা ছবি অনেক অনেক ধন্যবাদ।
২| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১০ ই মে, ২০১৯ সকাল ৯:৩৩
কালো যাদুকর বলেছেন: নুর সাহেব অনেকদিন পর দেখা ব্লগে। অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই মে, ২০১৯ রাত ১১:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।
১০ ই মে, ২০১৯ সকাল ৯:৩৫
কালো যাদুকর বলেছেন: রহমান ভাই, আপনি নিয়মিত ব্লগে লিখেন এবং অনেক মন্তব্য করেন। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
উত্তর যে কোনো সময় দিলেই হবে। আগে ঘুম দেন একটা