নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

দুপুর

২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৭

ঝিম দুপুরে নিবিষ্ট আলাপনে,
ওরা বসেছিল বিপরীত মুখে,
একে অপরকে হেলান দিয়ে।

ঐ হরিণি চোখে যত আনন্দ,
গালে তার ঢিল পরা পুকুড়ের আলোড়ন-
লাল শাড়ির আঁচল উড়ছিল,
পাহাড়ি ঝড়নার মত অবাধ্য চুলগুলো ছিটাচ্ছিল অনুভুতির রেনু,
সুনিপুণ ভাঁজকরা কলারে চুলগুলো নাচছিল,
আর ওদের হ্রদয়ে সুরের লহরি বাজাচ্ছিল।

যে পথে ওরা গিয়েছিল,
ওটা দুপথে বিভক্ত হয়েছিল,
জীবন ওদেরকে দিয়েছিল ভিন্ন স্বাদ।

পলাশের বনে ওরা হেটেছিল অনেকটা পথ,
অন্যের হাত ধরে।

নিজেকে চেনা হয়নি ওদের-
তবে কি সবই ভুল!

ঘুম ভেঙে গেলে দেখি-
এখন অনেক সময় পেরিয়ে দুপুর।

ঝিম দুপুরে নিবিষ্ট আলাপনে,
আমি বসেছিলাম বিপরীত মুখে,
তোমার পিঠে হেলান দিয়ে,
মনে হচ্ছিল সময় থেমে থাক-- অনন্ত থেকে অনন্তকাল ধরে।


-------------------------------------------------------------
১) জানিনা কবিতা কিভাবে শুধু 'কবিতা' বিভাগে দেয়া যায়। কেউ জানলে জানাবেন।
২) এই কবিতাটি অনেকদিন থেকেই লিখতে চাচ্ছিলাম। তবে পুরোটা হয়ত হয়নি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটা বেশ ভালো লাগলো। একদম শেষ লাইনে একটু কনফিউশন লাগলো।
পোস্টে প্রথম লাইক।
শুভকামনা জানবেন।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৭

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। শেষের লাইনে উপরের সব গুলো লাইনকে সাপোর্ট করে, আক্ষেপ প্রকাশ করা হয়েছে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৬

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।
সত্যিই অসাধারন!

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৬

কালো যাদুকর বলেছেন: মাহমুদুর রাহমান ভাই অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৪

অজানা তীর্থ বলেছেন: ঝিম দুপুরে নিবিষ্ট আলাপনে, আমি বসেছিলাম বিপরীত মুখে, তোমার পিঠে হেলান দিয়ে, মনে হচ্ছিল সময় থেমে থাক-- অনন্ত থেকে অনন্তকাল ধরে।
কতটা অনুভূতি নিয়ে লিখা হলো তাই ভাবছি। দারুণ চালিয়ে যেতে থাকুন।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৭

কালো যাদুকর বলেছেন: মজার মন্তব্য। হয়ত বেশী সেনসিটিভ হয়েছে। ধন্যবাদ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০২

বলেছেন: ভাঁজকরা কলারে চুলগুলো নাচছিলো নাকি দুলছিল!!

দু'জনের বিপরীতেমুখী মুখ,
আর জড়ানো পিঠের সাঁকে
থেমে যাক সময়ের গতি--
বয়ে চলুক সুখ স্মৃতি।


ভালোলাগা রেখে গেলাম।

২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪০

কালো যাদুকর বলেছেন: কবি সেরকম কমেন্ট হয়েছে। অসলে শেষটা সুখের হলে খুবই ভাল হত, আপনি যেভাবে শেষ করেছে.."থেমে যাক সময়ের গতি--
বয়ে চলুক সুখ স্মৃতি." আনেক অনেক ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪২

কালো যাদুকর বলেছেন: হা হা হা ... চুলগুলো নাচছিলো নাকি দুলছিল!....একটা ধরে নেন।

৫| ০৬ ই মে, ২০১৯ সকাল ৮:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।

১০ ই মে, ২০১৯ সকাল ১০:৪৫

কালো যাদুকর বলেছেন: দেশ প্রেমিক বাঙালী অনেক ধন্যবদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.