নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ঝংকার

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৫



বায়ু ঐকতানে বেজেই যাচ্ছে শব্দরা,
বাশেঁর মাথায়, লাউয়ের ঝোপের আড়ালে
বিরতিহীন ঘুঘুরা সর্বত্র।

বেলাশেষে ঘরে ফেরা পাখিদের কিচির মিচির
খেয়া ঘাটের মাঝির মনকারা গান
এমনই সব সুরেলা ছিল।

গ্রামে এসেছে শহর,
শহরে এসেছে সিটি সেন্টার।
প্রিয়তমা হয়েছে গার্ল ফ্রেরেন্ড,
তুমি হয়েছ তুঁই।

ইলিশ পা্ন্তার শহুরে বৌশাখে
কি যেন নেই।

শাড়ির মোড়কে কালো হরিণী চোখের তরুনীর জন্য
সেই কবেকার দুরু দুরু বুকের প্রতীক্ষার প্রহর গুনে গুনে
কৃষ্ণচুড়ার বাতায়নের পথটুকু-
গভীর থেকে গভীরে হারিয়ে গেছে চিড়তরে,
আজ তার নিশানা টুকুও নেই।

তবুও বায়ু ঐকতানে বেজেই যাচ্ছে শব্দরা-
কি হাঁহাঁকার ওদের ধ্বনিতে।













মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা আগে পড়া হয়নি। সৌভাগ্যবশত আজ পড়ে ফেললাম। সাথে রেখে গেলাম মুগ্ধতা।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১১

কালো যাদুকর বলেছেন: আপনাকে অশেস ধন্যবাদ। আজ পরিচয় হল।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

অজ্ঞ বালক বলেছেন: আমি শালার এক আজন্ম খুঁতখুঁইতা পাব্লিক, আজাইড়া কথা কই তাই মাইন্ডে নিয়েন না, ঐ "বায়ু ঐকতান" কথাটা কানে লাগতাসে। রিফ্রেজ করলে আরো ভাল্লাগতো। কবিতা অসাম হইসে।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২২

কালো যাদুকর বলেছেন: আসলে কবিতা আজকাল লোকজন খুব একটা খুটিয়ে পড়ে না। আপনি ঠিকই বলেছেন। "বায়ু ঐকতান" ইচ্ছে করেই ব্যবহার করেছি। যাতে পাঠকের মনে প্রশ্ন হয়। দ্বিতিয়ত, এখানে "বায়ু ঐকতান" আসলে একটি নেগেটিভ প্রতিক হিসেবে ব্যবহার করেছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা টা খুব সুন্দর হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৩

কালো যাদুকর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ব্লগে স্বাগতম।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ লেখককে।

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৪

কালো যাদুকর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য। ব্লগে স্বাগতম।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৪

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা,+++++

৯ বছরের ৯ টি পোস্ট! অলসতা, নাকি কর্মব্যস্ততা?

১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৭

কালো যাদুকর বলেছেন: আপনাকে অনেক ধন্যবা। ব্লগে স্বাগতম।
আসলে দুটোই,
অনেক গুলো মুছেও দেয়া হয়েছে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

বলেছেন: আছে বনমালী তুমি পরজনমে হইও রাধা।

২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৯

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। বনমালী ও আছে, রাধাঁ ও আছে, তবে দুই সময়ে, দুই মাত্রায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.