নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকে পাওয়ার নয়-
তবু কেন মিছিমিছি এমন দুংখ হয়।
একটুকু ছোঁয়া দিতে চেয়েছি,
অথচ যখন পেলাম- দুরে ঠেলে দিয়েছি।
কত ভুল বুঝেছি,
হি্য়াঁর মাঝে খুজেছি,
যে মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে যায়,
মাটির ভালবাসায়-
সে মেঘ তো তুমি ছিলে না,
বৃষ্টি হয়ে কাছে এলে না।
অথচ ছিল না তোমার অপরাধ
-ছিল শুধুই আমার
কাঁচের ওপাশে ছিলে তুমি,
এইপাশে অবেলার আমি
অল্পই ছিল ব্যবধান-
অথচ মনে হয় এক আসমান।
ঠুনকো ব্যবধান,
আজ অসম্ভবের সমান।
জানালাটি ভিজে আজ বৃষ্টির জলে,
মনের কুঠুরিটি ভেজে বেদনার ভাড়ে।
যদি পার একবার এসো,
হ্রদয়ের মাঝে খুজো,
কালো নয়ন ঘুরিয়ে খুজো আমায়,
ঝাঁ ঝাঁ দুপুরের প্রান্তে বা নিলিমায়।
লাল মেপলের দেশে হতে,
নীল বনেটের দেশের প্রান্তে।
যদি পার একবার এসো।
যোজন মাইল পেড়িয়ে এসো
সব দেয়াল ভেঙ্গে এসো।
যাকে হরানোর নয়-
তবু কেন মিছিমিছি এমন দুংখ হয়।
ছবি: gifs.alphacoders.com
২| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৪
কালো যাদুকর বলেছেন: ঠিক বলেছেন।ওই গল্পটি অনেক সুন্দর। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৬
ব্লগার_প্রান্ত বলেছেন: হুমায়ন আহমেদের এই বইটা পড়েছিলাম।
ভালো কবিতা