নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

চতুর্থ মাত্রা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

তোমাতেই শুরু,
তারপর অনেক বছর , হলুদ বসন্তের পাতা ঝড়ল-
পেরুল অনেক জৈস্ঠ্য মাসের ঝড়।
দুজন মানুষ , কত স্বপ্ন, কত বাসনা-

অনুভুতির মেলায়, কল্পনায়, স্বপনে, আধাঁরে,
কেবল অধরা তুমি।
ভালবাসা বাতাসে -কে বলে,
ভালবাসা চিরজীবি-সে সবই অর্থহীন কবিতার পংতি।
চিরকাল কেবল বেঁচে থাকে শুধু- দু'জন মানুষের স্মৃিতি।

মাঝে মাঝে গাংচিল হয়ে উড়ে যেতে ইচ্ছে হয়, তোমার সাগর বেলায়।
ইচ্ছে হয়, শরীর থেকে প্রানের বাতাস নিয়ে, হারাই , অজানার দেশে।

একদিন হয়ত হারাব,
একদিন তোমাতেই শেষ হব,
হয়ত এই আমি নয়,
হয়ত সূর্য হয়ে,
হয়ত সোনালী ডানার চিল হয়ে।

ইস্কুল ড্রেসে অস্থির তোমার মুখ -
অথবা পূরবী বেশে অফিসের লবিতে-
অথবা অন্যদেশে রানীর বেশে-
অথবা লাল বেনারশীর সাজে,
ঠিক তোমাকেই দেখেছি অসংখ্যবার, এই অচেনা আমি।

তোমাতেই শুরু,
একদিন তোমাতেই শেষ হব।
অসংখ্য কনায় বিলিন হব, তোমাকেই ভালবেসে।

আমি জনি,তুমি তা জানবে,
অন্তরের অন্তঃস্থলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কিরমানী লিটন বলেছেন: তোমাতেই শুরু,
একদিন তোমাতেই শেষ হব।
অসংখ্য কনায় বিলিন হব, তোমাকেই ভালবেসে...

চমৎকার ভালোলাগার প্রকাশ- অনেক সুন্দর ...।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন । নিয়মিত লেখা হয় না..

২| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪১

অজানা তীর্থ বলেছেন: তোমাতেই শুরু, একদিন তোমাতেই শেষ হব। অসংখ্য কনায় বিলিন হব, তোমাকেই ভালবেসে।
একদম মনের মত লিখেছেন, আমিও পড়েছি, বুঝেছি।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৪

কালো যাদুকর বলেছেন: হা হা। ভাল লাগল বলে অনেক ধন্যবাদ

৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৮

কালো যাদুকর বলেছেন: মিঃ/মিস আর্কিওপটেরিক্স (অনেক কঠিন নাম)। ঐ ড্রাকুলা থিমের কোড লগো আমার পছন্দ হয়েছে। ব্লগে স্বাগতম।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মিস্টার ইজ দি কারেক্ট ওয়ান। আমার নামটা কঠিন এবং আপনি উপরে ভুল বানানে লিখেছেন। যাইহোক পছন্দের কথা জেনে ভালো লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৮

কালো যাদুকর বলেছেন: ঠিক করে দিয়েছি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.