নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজান্তে এসেছিলে, নিরবে
কেউ বলেনি এভাবে এসে- জ্বালাতে, পোড়াতে।
তবুও এসেছিলে।
কোন একদিন শুয়ে থাকার সময়, মৃত্যুও এসেছিল এভাবেই
শেষ করে দিতে আয়ু।
বিস্ফোরিত চোখে এই অন্ধকারে শুধু ভেবেছে, এবার বাঁচা যাবে,
মৃত্যুতে।
নিয়তি খেলেছে ভালবাসা বা মৃত্যুকে নিয়ে।
আর তুমি?
শিউলী ফুলের গাছটার ছায়াতে যে জমি,
তাতে একজন থাকেন - কি গভীর ঘুমে, নিশ্চিন্তে।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
এটাইতো সবার নিওতি।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখানে তুমি ঘুমিয়ে আছ কত শত স্মৃতি নিয়েে
এখানে তুমি কি আছ কারো অনন্ত অপেক্ষায়।
জীবনের শেষ শয়নভূমি কবর। ভাবলে কেমন যেন হয়ে যায় মনের ভিতরটা।