নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা ব্যবস্থা ভেংগে পরা মানে একটি জাতির বিলুপ্তি

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৪

"শিক্ষা ব্যবস্থা ভেংগে পরা মানে একটি জাতির বিলুপ্তি"

প্রায় পঁচিশ বছর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একবার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের স্যার বলেছিলেন, 'আফ্রিকা মহাদেশের সব চাইতে নামকরা ইউনিভার্সিটির নাম 'ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা'। এই ইউনিভার্সিটির সিংহ দুয়ারে লেখা আছে -কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নাই। বরং সেই জাতির পরিক্ষায় প্রতারণার সুযোগ দিলেই হবে।

........ মেধাশুন্য শ্রমিক নির্ভর জাতি গঠনে একটি কুচক্রীমহল বিশেষভাবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে! পরীক্ষা প্রথা তুলে দিয়ে শতভাগ পাশের নির্দেশনা, প্রধানমন্ত্রীর রেজাল্ট প্রকাশ উৎসব উজ্জাপণ, শিক্ষামন্ত্রী নাহিদকে দিয়ে শুরু হয়েছিল এদেশের শিক্ষা ব্যবস্হার ধ্বংস প্রক্রিয়া, যার চুড়ান্ত করে গিয়েছে দিপু মনি এবং নওফেল, এখনও অব্যাহতভাবে চালু আছে। এখনো সেই পুরনো আবদার, 'পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দিতে হবে'।
তাহলে দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা উচিৎ। যারা পড়াশোনা করে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণ করে লেখাপড়া করে পেশাগত জীবন বেছে নেবে এবং যারা পড়াশোনা না করে সার্টিফিকেট কিনবে। উল্লেখ্য, যারা পরীক্ষা ছাড়া পাশ চায়, তাদের রেজাল্ট শিট এবং সার্টিফিকেটেও উল্লেখ করে দেওয়া হোক- পরীক্ষা ছাড়া পাশ।

কারণ, এভাবে পরিক্ষায় পাস করা চিকিৎসকের চিকিৎসায় রোগী মারা যাবে। ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত দালান ইমারত, ব্রিজ ভেংগে পরবে, অর্থনীতিবিদদের দ্বারা অর্থনীতি দেউলিয়া হবে। বিচারকদের দ্বারা বিচারব্যবস্থার কবর হবে- যার প্রমাণ গত পনেরো বছর জাতি হাড়েহাড়ে পেয়েছে। সুতরাং শিক্ষা ব্যবস্থা ভেংগে পরা মানে একটি জাতির বিলুপ্তি।'


ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া সেটা শিক্ষা থেকে অর্থনীতি, সেনা থেকে পুলিশ সব কিছুই ছিল হাসিনার টার্গেটে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৮

জুল ভার্ন বলেছেন: এ বিষয় বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: হাসিনা চেয়েছিল দেশের শিক্ষাকে কু-শিক্ষায় পরিণত করে দেশের সবাইকে তার ও তার পরিবারে জন্য বংশানুক্রমিকভাবে সেবাদাস বানাতে। যাতে করে ---------------

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: শকুনি ডাইনীটা সবকিছু ধ্বংস করে পালিয়েছে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: হিরক রাজা জানে।

এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে :|

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩০

জুল ভার্ন বলেছেন: সত্যজিতের অবিস্মরণীয় সৃষ্টি 'হীরক রাজা' আমাদের সমাজ তথা জগৎ সংসারে যুগে যুগে প্রতিষ্ঠিত।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৩

নদীকান্ত বলেছেন: এই কারণে বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড ।

০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.