নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালো নেই, ভালো নেই কেউ, ভালো নেই দেশ। ভালো নেই দোয়েল-কোয়েল-শ্যামা-ময়না-টিয়া-চড়ুই। ভালো নেই শাপলা-শিউলী-হাসনাহেনা-পদ্ম-বকুল-চাঁপা-জবা। ভালো নেই মাঠ-ঘাট-পথ-প্রান্তর-নদী-হাওর-বিল-পাহাড়-টিলা-সমতল। ভালো নেই পীর-মোয়াজ্জিন-পুরোহিত-পাদ্রি-ভিক্ষু-আউল-বাউল। ভালো নেই কৃষক-শ্রমিক-লেখক-প্রকাশক-কবি-শিল্পী-অধ্যাপক-জেলে-নাপিত। ভালো নেই আকাশ-বাতাস-মাটি-জল, ভালো নেই পদ্মা-মেঘনা-যমুনা, ভালো নেই বঙ্গোপসাগর। ভালো নেই মন্দির-মসজিদ-গীর্জা-প্যাগোডা-মাজার। আমাদের ভালো না-লাগার ভালো না-থাকার তালিকা দীর্ঘ করে দিচ্ছে রাষ্ট্র-সমাজ-ধর্ম আর ক্ষমতাবানগণ।
আগে একদল দানব ছিলো, যারা খুন করে শরীর থেকে চামড়া খুলে নিতো, এখন তাদের জায়গায় যারা এলো তারা জীবিত রেখেই আমাদের চামড়া খুলে নিচ্ছে নির্দ্বিধায়, আর তারপর ইচ্ছেমতো করছে লাঞ্ছনা। আমাদের মায়েরা-মেয়েরা প্রকাশ্যে নির্যাতিত হচ্ছে তাদের নববর্ষবরণে। ক্যান্টনমেন্টের মতো নিরাপদ জায়গায় ধর্ষিত ও খুন হচ্ছে আমাদের কন্যা ও বোন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে খুন হয়ে যাচ্ছে ছয়জন-সাতজন, লাশের সাথে বুড়িগঙ্গার জলে ভেসে যাচ্ছে আমার সোনার বাংলা। সম্পাদক, সাংবাদিক, ব্লগের লেখক, প্রকাশক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পীর, মোয়াজ্জিন, পাদ্রী, পুরোহিত, ভিক্ষু একই কায়দায় খুন হয়ে যাচ্ছেন। রামু-ব্রাহ্মণবাড়িয়ায় আগুন, পুড়ছে তথাগতের করুণাঘন মুর্তি, পুড়ছে সেতার, পুড়ছে ইতিহাস। ভাঙছে মন্দির, ভাঙছে লক্ষ্মী, ভাঙছে দুর্গা, ভাঙছে কালী। নিষিদ্ধ হচ্ছে বই, আক্রান্ত হচ্ছে প্রকাশক। প্রকাশ্যে শিক্ষকদের কান ধরিয়ে উঠবস করাচ্ছে সাংসদ (জানোয়ার!)। আরো কত ধরণের খুন –অরাজকতা ঘটছে তার কি শেষ আছে? আমরা তো অরাজকতার সুনিপুণ ধারাভাষ্য দেয়ার জন্য কলম ধরি নি। আমরা তো এক সুন্দর ব্যক্তিস্বাধীনতায় আস্থারাখা, ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্রে বসে কবিতা-গান-দর্শন-বিজ্ঞানচর্চা যার যা ইচ্ছে তা করার স্বপ্ন দেখেছি। আমরা তো চাই নি ধর্ম-নিরপেক্ষতার মতো জলের সাথে রাষ্ট্রধর্মের মতো তেল মিশানোর ন্যায় কোনো সাংবিধানিকতা।
রাষ্ট্রপক্ষ উন্মাদের মতো কথা বলছে, তারা গণতন্ত্রের ধার ধারছে না। পাথুরে উন্নয়নের একনায়কতন্ত্র আমাদের জীবন অতীষ্ট করে তুলছে। যেখানে মানুষের জীবনের মর্যাদা নেই সেখানে উন্নয়নের হীরা-মানিকের আকর্ষণ শুধু চোর-ডাকাতদের থাকতে পারে, গণ-মানুষের থাকতে পারে না। কারণ যেখানে ব্যক্তির মর্যাদা নিশ্চিত নয়, মুক্তচিন্তা অবাধ ও নিরাপদ নয়, সেখানে আধুনিকতা সুদূরের স্বপ্ন। সেখানে শিল্প নয়, সংস্কৃতি নয়_ মৌলবাদ ও স্বেচ্ছাচারই সকল কিছুর কেন্দ্রবিন্দু। দেশজুড়ে স্বেচ্ছাচার আর মৌলবাদের চর্চা দেখে বোঝা যাচ্ছে দেশ পরিচালনায় তা কেমন করে তা কতটুকু তাত্ত্বিকভাবে প্রতিপালিত হচ্ছে। হুমায়ুন আজাদ আক্রান্ত হওয়ার পর তাকে দেখতে না পেরে সামরিক হাসপাতালের বাইরে আপেক্ষারত সাবেক বিরোধীদলীয় নেত্রী (আমাদের মতো মানুষদের দ্বারা সেই সময় অভিনন্দিত-প্রশংসিত) আজকের প্রধানমন্ত্রী কেন নতুন হুমায়ুন আজাদদের খুনকে খুন বিবেচনা না করে নিজেকে খুনীদের সম্প্রদায়ের একজন হিসেবে উপস্থাপন করছেন? কেন ৭২ এর সংবিধান নিয়ে না-বলে বলছেন মদিনাসনদের কথা? ইসলামী জাতীয়তাবাদ নাকি বাঙালি জাতীয়তাবাদে তিনি বিশ্বাসী? এ-রাষ্ট্রের মালিক মুসলমানগণ, নাকি আওয়ামীলীগ, নাকি শেখ-পরিবার, নাকি এ দেশের জনগণ?
তবুও আশা ছাড়ছি না। জনতার টাকায় পালিত সরকারের শুভবোধের উদয় হোক। পরিচ্ছন্ন রাষ্ট্রচিন্তা জাগুক তাদের মনে। নাহয় জবাব আসবে দ্রুত। মনে রাখা উচিত, ক্ষমতা কারো পৈত্রিক সম্পত্তি নয়। শক্তিসাধনায় বিপথগামী হলে রক্ষা নেই।
২| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
শিব সত বলেছেন: জনগনের যতই শুভবুদ্ধি হউক ক্ষমতাবানদের না হলে কিছুই হবে না । আর তাদের শুভবুদ্ধি বন্দুকের ডগায় নিহিত বন্ধু ।
৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:২৩
মুসাফির নামা বলেছেন: শুভবোদের উদয় হোক সকলের ,এই আশায় আছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
ভগবান গণেশ বলেছেন: হত্যাকারীরা নরপশু। এদের কে বোঝাবে?