নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

ডঃ ইউনূস দেশটাকে আমেরিকা বানিয়ে ফেলতে চায়

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩০



অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডঃ ইউনূস দেশটাকে আমেরিকা বানিয়েই ছাড়বে, কিন্তু বাংলার জনগণ কোনদিনও তা বরদাস্ত করবে না, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে রক্ত আরও দিবো কিন্তু কোন মতেই এই এই দেশকে আমেরিকা হতে দেওয়া হবে না, বঙ্গদেশ বঙ্গদেশই থাকবে, ইনশাআল্লাহ।

ফান বাদ- যা বলতে চাচ্ছি তা হলো দেশের মানুষজন খুবই অস্থির প্রকৃতির, অল্পতেই আগ পিছ না ভেবে ভয়ানক রিয়্যাক্ট করে এত প্রতিক্রিয়াশীল এক জাতি নিয়ে ডঃ ইউনূস কিভাবে এই দেশটাকে নতুন করে গড়ে তুলবে তা ভেবে আমি কূল পাই না। অবশ্য আমি আগেও বলেছি; অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার খুব একটা উচ্চাশা নেই, কারণ তিনি (ডঃ ইউনূস) রাজনীতির লোক নন-- তাছাড়া উপদেষ্টাগণও একেবারে আনকোরা অরাজনৈতিক লোক, এরা সবাই ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে উঠে এসে হুট করেই দেশ পরিচালনার মত গুরু দায়িত্ব পেয়ে গিয়েছেন, পূর্বেও এদের একে অপরের সাথে একসঙ্গে কাজ করার কোন অভিজ্ঞতা নেই, আর যা হবার হয়েছেও তাই কোন চেইন অব কমান্ড নেই, যে যার মত করে কাজ করে যাচ্ছে,বিশৃঙ্খলা সর্বত্রই। কিন্তু তবুও এই সরকারের প্রতি আমার তেমন কোন অভিযোগ নেই, আমি বসে আছি রাজনৈতিকভাবে কোন দল ক্ষমতায় আসে এবং তারা কিভাবে দেশ পরিচালনা করে তা দেখতে, আর যতক্ষণ পর্যন্ত তা না হয় ততক্ষণ বসে বসে পাবলিকের রিঅ্যাকশন দেখি। পাবলিকের হাউকাউ দেখতে হেব্বি মজা!! B-)



আমি দীর্ঘদিন ধরে আশায় ছিলাম আওয়ামী সরকারের পতনের পর নতুন কোন সরকার ক্ষমতায় এলে সে সরকারের প্রতি দেশের জনগণ কি ধরণের আচারণ করে তা দেখার জন্য, এবং যা ভেবেছিলাম ঠিক তা'ই ঘটছে-- মানে. অস্থির জনগণ আওয়ামী সরকার ছেড়ে এখন ইউনূস সরকারের পিছনে লেগেছে। যদিও ইউনূস সরকারের প্রতি জনগণের বিরুপ মনোভাবটা এখনো আওয়ামী সরকারকে ছাড়িয়ে যায়নি কিন্তু ছাড়াতে কতক্ষণ? একসময় যারা শেখ হাসিনাকে গালাগলি করতো সেই তরাই এখন আবার ডঃ ইউনূস এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, নানা কথার ফুলঝুড়ি ফুটাচ্ছে, দেশ নিয়ে এরা এতটাই চিন্তিত যে রাতে বালিশের নিচে মাথা রেখে ঘুমায়। আসলে নেগেটিভিটি মিশে রয়েছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে, এত বিশাল নেগেটিভ মানিসকতার জনগোষ্ঠী নিয়ে কোন জাতি বেশিদূর এগুতে পারার কথা নয় (শেষ পর্যন্ত আমি নিজেও কিন্তু নেগেটিভ হয়ে গেলাম) LMAO :-P

আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, রাজনীতিবিদ বা ক্ষমতাসীনদের গালাগলি করে একটা শ্রেণী মনে প্রশ্বান্তি অনুভব করে, তা যে দলই ক্ষমতায় থাকুক না কেন তাদের কাজ হচ্ছে- ক্ষমতাসীন দলের প্রধাণ থেকে শুরু করে অন্যন্য গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিবর্গকে গালাগলি করে মনে শান্তি অনুভব করা, নিজেদের যাবতীয় ব্যর্থতা, দুঃখ-কষ্টের দায়ভার এরা সরকারের উপর চাপিয়ে দিয়ে মনে বেহেশতি প্রশান্তি অনুভব করে, যাকে বলে আজাইড়া সমালোচনা করে টাইম পাস এবং গালাগলি করে মনে শান্তি আনুভব। আসলে এসব করে এরা মূলত নিজেদের ব্যর্থতা ঢাকতে চায় অথবা ভুলে থাকতে চায় অথবা নিজেদের দায় এড়াতে চায়।

এরা মনে করে সারাদিন সরকারকে গালিগালাজ করা, ক্ষমতাসীনদের ভুল ধরাই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক হওয়ার একমাত্র যোগ্যতা অথচ এরা জানেই না সমালোচনা করা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সহজতম একটি কাজ আর এই সহজতম কাজটি করেই এরা মনে করে বিশাল হাতি ঘোড়া মেরে ফেললাম, দেশ একেবারে উদ্ধার করে ছাড়লাম।

আর দায়িত্বে থাকা অবস্থায় প্রতিপক্ষের প্রশ্নের যথাযথ উত্তর দেয়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন একটা কাজ।

শেখ হাসিনা দেশটাকে ভারত বানিয়ে ফেললো বা ভারতের কাছে দেশ বিক্রি করে দিলো এসব শুনতে শুনতে কান ঝালাপাল হয়ে গেছে বিগত ১০ বছরে আর এখন শুনতে হবে, ডঃ ইউনূস দেশটাকে আমেরিকা বানিয়ে ফেললো =p~ বা আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিলো.. ইত্যাদি।

আরেক শ্রেণী রয়েছে যারা সবসময় সরকারের সমালোচনা বা গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের পিছনে লেগে থেকে বা তাদের গালাগলি করে নিজেদের এলিট এলিট মনে করে, এই দুই শ্রেণীরই মূল কাজ হচ্ছে হুদাই আজাইড়া প্যাঁচাল আর হাউকাউ করে টাইম পাস করা, যথাযথ সমালোচনা করা তাদের উদ্দ্যেশ্য নয় বা তাদের সে সক্ষমতাও নেই। প্রকৃত অর্থেই এরা কোন সমাধাণ চায় না, আসলে এই দুটি শ্রেণীই হচ্ছে হুজুগে বাঙালীর মূল ভার্সন, আমি এদের খুব ভালো করেই চিনি। আমি যদি একজন সমাজ বিজ্ঞানী অথবা সাইকিয়াট্রিক হতাম তাহলে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমার সে যোগ্যতা নেই।

ধন্যবাদ।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:২৪

কামাল১৮ বলেছেন: এর পর আসবে আপনার প্রতীক্ষিত ইসলামী দল।তার পর হবে আফগান।তালেবানী শাসন।আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিলে,এখন দ্রুতই আসবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনার দেওয়া দাওয়াই (গণতন্ত্র) অনুসারে আল্লার দল জামাতে ইসলামী এবার ক্ষমতায় আসবে, তবে বিএনপিও ছেড়ে কথা বলবে না তারা ইতিমধ্যে মাঠ গরম করা শুরু করে দিয়েছে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪২

শিশির খান ১৪ বলেছেন: কে মোসাদ নূর এটা ছাগলের তিন নাম্বার বাচ্চা কখন কোন সাইডে কথা বলে সেটা ও নিজেও জানে না।সুষ্ঠ নির্বাচন হইলে ওর দল একটা আসনেও জয়ী হবে না সে জন্য এখন অন্য দলের উপর ভর করার ধান্দায় আছে সে জন্য তাল মিলাইতেছে। ভারত এর রাষ্ট্রদূত বি এন পি কে পরা পানি দিছে এর পর থেকে মির্জা ফখরুল উলটা পালটা কথা বলা শুরু করছে। সংস্কার ছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না না হইলে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নামছে দেইখা স্বৈরাচার কে উৎখাত করা গেছে। নূর বি এন পি জামাত সবাই তো পনেরো বছর থেকে চেষ্টা করতেছে কেউ তো পারে নাই। এখন হিরো হওয়া গেছে সবাই নির্লজ্জ বেহায়া।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২০

জ্যাক স্মিথ বলেছেন: ছেলেটা পাগলা হলেও মাথায় বুদ্ধি আছে, তাছাড়া উল্টা পাল্টা কথা যারা জোড় গলায় বলতে পারে রাজনীতির লাইনটা তাদের জন্য খুব ভালো।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো পোষ্ট।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২২

জ্যাক স্মিথ বলেছেন: আসলে মনের বিক্ষিপ্ত কিছু ভাবনা তুলে ধরেছি।

ভালো থাকাবেন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৩৭

ছোট কাগজ কথিকা বলেছেন: মানুষের মধ্যে স্বভাবজাত প্রতিক্রিয়াশীলতা এবং নেতিবাচক মনোভাব রাজনৈতিক দল বা ক্ষমতাসীনদের সমালোচনা করতে প্ররোচিত করে। তারা নিজেদের সমস্যার জন্য সবসময় সরকারকে দায়ী করে, অথচ সমাধান খুঁজতে বা দায়িত্ব নিতে চায় না। ইউনূস সরকারের ক্ষেত্রেও এ ধারা অব্যাহত রয়েছে, যা দেশ গঠনে অন্তরায়। সমালোচনা করা সহজ, কিন্তু সমাধান দেওয়া কঠিন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনার এই কথাগুলাই আমি পোস্টে বলার চেষ্টা করেছি।

আমি বলছি না ক্ষমতাসীনদের সমালোচনা করা যাবে না, কিন্তু সমালোচনার উদ্দ্যেশ্য যদি হয় নিজেকে এলিট শ্রেণী মনে করা অথবা মনে প্রশান্তি অনুভ করা তাহলে উক্ত সমালোচনা আমার কাছে স্থুল সমালোচনা হিসেবে বিবেচিত।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই লোক কোন চাকরি বাকরি করে না । আয়ের কোন উৎস নেই । উনি চলে কি করে ? ভিক্ষা , না চাদাবাজি ?
ইউনুস দেশকে আমেরিকা বানাতে চাইলে আমরা আমেরিকা হইতে চাই :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: উনার নাম হচ্ছে বিকাশ পাগলা, সরি নূরা পাগলা- উনার টাকার কোন অভাব নেই।

ডঃ ইউনূস চাইলেও দেশকে আমেরিকা বানাতে পারবে না, কারণ একদল উনার পিছনে লেগেছে।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

কিরকুট বলেছেন: জামাত ইউনুস গং দেশ কে এই পরিস্থিতিতে ফেলেছে, তাদেরকেই এখান থেকে বের হবার মন্ত্র আবিষ্কার করতে হবে৷

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬

জ্যাক স্মিথ বলেছেন: কিছুদিন সময় দেন, দেখি তারা কি করে।

শুনেছি আমেরিকা নাকি আমাদের সাথেই আছে, আমেরিকার মাধ্যমেই নাকি আমাদের দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যদি তাই হয় তাহলে ভালো। কিন্তু আমার মাথা চুলকায় এজন্য যে এই দেশের জনগণ চিরকাল আমেরিকাকে চিরশত্রু বলে বিবেচিত করে এসেছে এখন সেই আমেরিকাই নাকি এই দেশে শান্তির পতাকা পতপত করে উড়াবে, এই শান্তি কি আরব বসন্দের শান্তি কি না তা আমার বোধম্য নয়।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮

নতুন বলেছেন: সরকার ভালই করছে মনে হচ্ছে।

আফসোস লীগের পোস্ট কমে যাচ্চে।

আমাদের দেশের জনগন কি আসলেই দূনিতিমুক্ত দেশ চায়? আমার তো মনে হয় বেশির ভাগ মানুষই চায় দূনিতি থাক, নতুবা সবারই কস্ট হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: এই সরকার মুটামুটি সামাল দিয়ে যাচ্ছে সবকিছু, রাজনৈতিক কোন সরকারের সাথে এই সরকারের তুলনা করা ঠিক হবে না এরা সমায়িক সময়ের জন্য দেশের দায়িত্ব নিয়েছে শুধু এদের এখন একমাত্র লক্ষ হওয়া উচিৎ যতদ্রুত সম্ভব দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা।

দেশ থেকে পুরোপুরি দূর্ণীতি দুর হওয়া সম্ভব নয় তবে আওয়ামীলীগ আমলে যা ঘটেছে তা যেন আর না ঘটে এতটুকু হলেই চলবে।

যারা ঘোর আওয়মী সমর্থক তাদের এই সরকারের সমালোচনা করা অধিকার রয়েছে আর তা রাজনৈতিক কারণেই, কিন্তু আমার সমস্যা তাদের নিয়ে যারা এক সময় ঘোর আওয়ামী বিরোধী ছিলো সেই তারাই এখন ঘোর ইনূস বিরোধী হয়ে গেছে। এদের কাজই হচ্ছে ক্ষমাতসীনদের সমালোচনা করে লাইম লাইটে থাকা অথবা মনে শান্তি অর্জন করা।

এই সরকার যদি দেশ ভালো চালাতে পারে তাহলে এরা ১০ বছর ক্ষমতায় থাকলেও আমার কোন আপত্তি নেই।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:















তাইলে তো আর ডিভি লটারি জেতার দরকার নেই।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আমেরিকার জনগণই বাংলাদেশে আসার জন্য লটারী ক্রয় করবে।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২

নতুন বলেছেন: দেশের মানুষের দরকার দূনিতি কমানো, বৈষম্য কমানো, বেকারত্ব কমানো।

যারা এই সরকার বিরোধী তারা অবৈধ আয় কমে গেছে অথবা ধান্দা কমে গেছে বলেই আফসোস করছে।

এই সরকারকে প্রতিদিনই বাধা পেরুতে হচ্ছে। নতুবা সবাই সাহাজ্য করলে ১ বছরে দেশে দূনিতি বন্ধ হয়ে যেতো। বেকারত্ব কমে আসতো।

সবাই যখন সাহাজ্য করে একটু সাহাজ্যের হাত বাড়িয়ে দিতো তবে এই সরকার রকেটের গতি পেতো।

আমাদের উচিত সরকারকে সাহাজ্য করা এবং গঠনমুলক সমালোচনা করে তাদের ভুল সুধরে দিয়ে দেশের মানুষের জন্য কাজ করা।

সেটা না করে আফসোসলীগ প্রতিদিনই নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে। :|

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: এই সরকারকে কেউ সাহায্য করছে না, সবাই এক যোগে বিরোধীতা করছে এবং দিন দিন তা বেড়েই চলছে অথচ এই সরকার শিশু তুল্য একটি সরকার একে এত সমালোচনা করার কিছু দেখি না।

হ্যাঁ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে একটা শ্রেণীর খুবই অসুবিধা হবে এদের টু পাইস কামানোর রাস্তা বন্ধ থাকবে। আওয়ামী ষড়যন্ত্র তো থাকবেই তারা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না কিন্তু অন্যন্য রাজনৈতিক দলগুলোও টু-পাইস কামানোর ধান্দায় ইউনূস সরকারের বিরুদ্ধে কাজ করা শুরু করে দিয়েছে।

এই সরকার যদি দূর্ণীতি মুক্ত দেশ গড়তে চায় তাহলে তারা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সেক্ষেত্রে দেশের সকল রাজণৈতিক দল একযোগে এই সরকারকে হটাতে উঠে পড়ে লেগে যাবে। রাজনীতি হলো উত্তম একটি ব্যবসা, একটি ব্যবসা কতদিন বন্ধ রাখা যায় বলেন?


২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছে আর তাই তারাও শতভাগ দূর্ণীতি মুক্ত থাকবে বা থাকতে পারবে এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি না। ক্ষমতা এবং দূর্ণীতি ওতপ্রোতভাবে জড়িত, তা না হলে মানুষ ক্ষমতা দখলে এতটা মরিয়া হতো না।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০

কিরকুট বলেছেন: আমেরিকার রেসিপির শান্তি কেমন হয় তা আশাকরি ভালোই জানেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: বিষয়টা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি, আন্তর্জাতিক সশস্ত্র জঙ্গিবাদের উত্থান ঘটানোর জন্য সমস্ত রশদই রয়েছে আমাদের এই দেশে, মধ্যপ্রাচ্চ্যের কিছু দেশের মত আমাদের বাংলাদেশও দক্ষিণ এশিয়ার বয়লার রুম হয়ে উঠে কি না সে বিষয়ে আমি বেশ চিন্তিত। বিদেশি চক্রান্তগুলো ডঃ ইউনুস হ্যান্ডলিং করতে পারবে বলে আমার মনে হয় না উনি সহজ সরল মানুষ, আমেরিকা উনাকে কি নায়ক বানায় না খলনায়ক বানায় তা দেখার বিষয়।

দেশে সুসংগঠিত রাজনৈতিক দল না থাকলে বিদেশী চক্রগুলো সুযোগ নেয়ার চেষ্টা করবে, সে ক্ষেত্রে ঢাকা আরেকটি গাজায় রুপান্তর হলেও তাদের কোন সমস্যা নেই।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯

কিরকুট বলেছেন: ডঃ ইউনুস হ্যান্ডলিং করতে পারবে বলে আমার মনে হয় না উনি সহজ সরল মানুষ, আমেরিকা উনাকে কি নায়ক বানায় না খলনায়ক বানায় তা দেখার বিষয়।

ইউনুস সহজ সরল এইটা কে বললো ?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৩

জ্যাক স্মিথ বলেছেন: উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা কিন্তু উনাকে তো সহজ সরলই মনে হয় আমার কাছে।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৪

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা কিন্তু উনাকে তো সহজ সরলই মনে হয় আমার কাছে।

সুদের কারবারীরা সহজ সরল হয় কোন দিন শুনেছেন ?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: উনাকে এখনো কোথাও কোন উচ্চ্য বাচ্চ্য করতে বা কাউকে কোন হুমকি ধামকি দিতে দেখিনি।
সূদ, এটা তো তার ব্যবসা।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২

কামাল১৮ বলেছেন: ইসলাম গনতন্ত্রে বিশ্বাস করে না।তাদের আস্থা আল্লার আইনে।সেখানে গনতন্ত্রের ছিটেফোটাও নাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: গণতন্ত্রের মাধ্যমেই এই দেশে আল্লার আইন প্রতিষ্ঠিত হবে।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৪

কামাল১৮ বলেছেন: প্রতিষ্ঠিত হয়েই গনতন্ত্রকে কবর দিবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১

জ্যাক স্মিথ বলেছেন: আল্লার দল হোক আর নাবীর দল হোক বেশিদিন ক্ষমতায় থাকলে মানুষ তাদের টেনে হিচড়ে ক্ষমতা থেকে অপসারণ করবে, মানুষ এখন প্রতিবাদ করা শিখে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.