নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরো হারিয়ে গেছে বছর কুড়ি,
মাধবপুর কি নীতিনপুর,
তুমি,তোমার-দেখা,অদেখার গ্রামটায়,
চেনা,অচেনা-দু একটা মুখ,
গল্পের ধুলোয়-হারানো কথা কো্থাও।
ছুটছো অযথা-জমির আইল ধরে,
বেসুরো জীবন খোঁজার কথা মাঝে,
ছড়ানো ছিটানো শহর-খেলা,
গ্রাম খোঁজার বেমানান মুখ।
ধান সবুজ-বাতাস সুর,
আকাশ ছোঁয়া পাখীর ডাক,
জানা পৃথিবী-অজানা তবু,
দেখবে শুধু অবাক-চোখে।
বয়স ভাঙ্গা রমজান,
খেলার সাথী-পূরবী,সখিনা,
চিনবে কি ওদের আর?
সময়ের সময়ের গল্পটাও-বদলানো ভাষায়।
অবাক হয়ে দেখবে কজন,
বলতে গিয়েও থমকে যাবে, ‘তুই রুবীনা...’।
হয়তো তুমিও কিছুটা অবাক দেখায়,
বলা না বলায় হেঁটে যাবে নিজের সুরে।
সাথে রোকেয়া,ইলা,পারভীন-গ্রাম খেলার নতুন মুখ,
ছন্দ ছাড়া বেড়া ঘর-
চাঁদের সুর এলেমেলো,
কাদা ছড়ানো উলঙ্গ চেহারা,
অবাক হওয়ার ছড়া ছবির গল্প এক।
ছুটে আসবে ধানের সুবাস,
হতে পারে কাটারী,আমন একটা কিছু,
অবাক চোখে-চেনা পৃথিবী অচেনা আলোয়,
সাজ করে পান্তা হওয়ার গল্প।
রুবীনা ছিলে তুমি মাধবপুরে-
এখন তুমি শহর অচেনা,
নেই সবুজ আকাশ,
নেই মন ছোঁয়া কান্না।
বদলে গেছে সময় তোমার,
থাকলো না হয় চশমা চোখে,
ওটাও যে মানানসই,
হাতে হাতে ছুটবে তুমি,সাথে হয়তো কেঊ।
মানায় সবই তোমাকে,
তুমি তো আর গ্রাম নও,
তুমি এখন বৈশাখী মেলার পান্তা লঙ্কায়,
গ্রাম হওয়ার গল্প।
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৬
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্মৃতিময়
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৭
ইল্লু বলেছেন: ধন্যবাদ
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৭
ইল্লু বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: নেই আকাশে
নেই মন ছোঁয়া কান্নায়
নেই প্রকাশে
নেই বেলা অবেলায় !!!
২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৮
ইল্লু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন:
শৈশব হারিয়ে গেছে কোন কালে
নিলু এখন শাশুড়ী, আমিও শ্বশুর
এক দিন দেখা হলে সে বলল
সেকালে একথা বলেছিলে তুমি।
কথাটা আমার মনে ছিল না
অথচ নিলুর ঠিক মনে ছিল
এক সাথে স্কুলে যেতম আমরা
তারপর সময়ের স্রোত এসে
সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে
একেক জনকে একক দিকে।