নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওটা তোমাকে লেখা-সুজন,
একটা পুরোনো চিঠি,
জানি না কে,তুমি?আছো কোথাও হয়তোবা।
বইটায় লুকোনো-পূরবীর কথার কথা,
হয়তো শোননি,আজও।
তারিখটা-বছর পনের হবে,
পুকুর পাড়ের আম দুপুরের গল্পকথা,
বেশ বৃষ্টি ছিল নাকি সেদিন,
ভালবাসায় সাজানো-জানা নেই কথাগুলো দুপুরের।
ভালবাসার বৃষ্টিতে,
আছে কি রংধনুর ছোঁয়া,
নাকি কান্নাগুলো শুধুই কান্না,
হারায় অযথাই।
আছে কি আম গাছটা আজও?
আবেগ ভঁরা কথাগুলো-আছে কি লুকানো,
হারানো যদিও লঙ্কা মরিচের,
গল্প বৃষ্টির দুপুর।
হাতধরা সন্ধ্যা খেলার গোধুলি,
অজান্তের কফোঁটা চোখের জল,
বলতে পারেনি কথাগুলো আর,
হয়তো কথা খুঁজতে কথা হারানো,
ভোলা মন-
হয়তো বদলানো সময় গল্প।
হয়তো তোমরা আছো কোথাও সংসার খেলায়,
দিনের আলো রাতের আঁধার,
আছে স্বপ্ন,
হয়তো হতাশা-কে জানে।
হয়তো পূরবী,কোন এক নীতিনপুরে,
তুমি হয়তো সুজন,দূর অদূর কোন এক দেশে,
ভালবাসা ভেসে গেছে সময়ের স্রোতে,
হয়তো গল্প শেষ হয়নি গল্পে।
দেখা হবে না হয়তো তোমাদের,
সংসার খেলায় পড়বে মনে
পুকুর পাঁড়ের পূরবীর মুখটা,
নিজের অজান্তে ফিরে যাবে জীবন খেলায়,
ওটাই জীবন,ওটাই প্রতিদিন।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৬
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৩:২৪
ঝুমুর জারোফা বলেছেন: খুব সুন্দর মনোভাব প্রকাশ
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৭
ইল্লু বলেছেন: আপনার ভাললাগায় লুকোনো আমার আনন্দ
৩| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৩
বিজন রয় বলেছেন: অতীত বড় সুন্দর। +++++!
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৮
ইল্লু বলেছেন: ধুলো ঝেড়ে নিজেকে মাঝে মাখে খুঁজে দেখা-ধন্যবাদ
৪| ১৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৬
অসিত কর্মকার সুজন বলেছেন: বেশ ভালো লেগেছে . শুভকামনা রইলো
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:২০
ইল্লু বলেছেন: ধন্যবাদ-একগাদা
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+