নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমির খসরু দেহলভী
জন্ম-পাতিয়ালী,ভারত
সময়কাল-(১২৫৩-১৩২৫)
গায়ক,কবি,লেখক,কাওয়ালী গানের উদ্ভাবক
হযরত নিজামুদ্দীন আউলিয়ার শিষ্য
পারসী,হিন্দাভী(হিন্দী-উর্দুর মিশ্রন) ভাষায় লেখা
(২)
মজনুর শেকলের নাচ,
সেই তো প্রেমিকের হ্রদয় বাদন্
হলেই না হয় জ্ঞানী তুমি,
মনে রেখ,ভালবাসা ছাড়া ভালবাসা-
বোঝার উপায় নেই কোন,আর।
০০০০০০০
(২)
জানা নেই হয়তো কারও,
বেহেশত যদি থাকে কোথায়,
আছে শুধু-তোমার সুরে,
আছে শুধু সেটা-তোমার দেশে।
০০০০০০০০
(২)
তোমার পায়ের ধূলো-
সেটাই তো ভাল,
জান সুরমার চোখেও-
নেই সে সৌন্দর্য।
০০০০০
(২)
মনটা আমার ছুটে বেড়ায়-
খোঁজে ভালবাসা শুধু,
যন্ত্রনায় উদাস এ মন আমার,
হয়তো হবে না ফেরা,এ যন্ত্রনা থেকে আর?
০০০০০০
২৬ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১০
ইল্লু বলেছেন: আপনার সাথে আমি একমত,মনে হচ্ছে কিছুটা হোচট খাওয়া ভাব।ক্ষমা চেয়ে নিচ্ছি।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: অনুবাদ মনোরম হয়নি।