নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু রোদ্দুর চাই–আমার,
চাই একছটা আলো।
দেখে যাওয়া অত্যাচারীর হাসি-আমার
শুধু দেখার সুরে,
সাহস নেই আমার-নেই চিৎকার কান্নায়,
ভীরু-কাপুরুষ আমি যে,এক।
আমার চাই একটু রোদ্দুর-
একটা সুর্য ভরা দুপুর-
জ্বালিয়ে নিয়ে যাক-এই ভীরুতা আমার,
আমি হতে চাই বিদ্রোহি-অত্যাচারে,
সাধারনের আমি-তবু অসাধারণ একজন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭
হাসান মাহবুব বলেছেন: রোদ আসুক। আলো আসুক। ভালোবাসুক কেউ জীবনকে।