নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দ্রানীর জ্বর,
বেশ কদিন ইন্দ্রানীর জ্বর,
আর জ্বর এলেই ইন্দ্রানী ভালবাসা খোঁজে,
চুমু খোঁজে যে ইন্দ্রানী ঠোঁটের কোনায়।
সেই যে পাহাড় খুঁজতে গিয়ে,
ইন্দ্রানী খুঁজে পেল আকাশের কান্না,
জানা ছিল না তার,
বৃষ্টিতে হয় না ভালবাসার গল্প,
বৃষ্টিতো শুধু শরীর চেনার আকাশ।
জ্বরের শরীরে শুয়ে, আকাশ ও হয় অচেনা,
বিস্বাদ ঠোঁটে চাই কার ও একটা চুমু,
আর কোন আকাশ তৈরী শরীর গল্প,
জীবনটা তখন যে একার,
কিছুটা সময়ের ভগবান হওয়ার আশায়।
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১২
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
শায়মা বলেছেন: ইন্দ্রানী নামটা খুব সুন্দর আর কবিতাটা বিষন্নতার.....
সুন্দর কাব্য!!!!
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৪
ইল্লু বলেছেন: আপনার ভাললাগাটাই আমার সার্থকতা,ধন্যবাদ
৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
এই করোনার সময় জ্বর টর বলে তো ভয় লাগিয়ে দিচ্ছেন।
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৫
ইল্লু বলেছেন: কি করা যায় কিছু একটা নিয়ে থাকা,আর ভঁয় দিয়ে ভঁয়কে তাড়ানোর চেষ্টা
৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮
ফুয়াদের বাপ বলেছেন: জ্বরের ঘোরে ইন্দ্রানীর উষ্ঠকোনে উষ্ণতা চাই ভালোবাসার-প্রতারনার নয়, ভালো থাকুক ধরার সকল ইন্দ্রানীরা...
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৭
ইল্লু বলেছেন: ভালবাসার মনটায় দাড়িপাল্লার হাতটা কে্মন জানি মানানসই হয় না
ধন্যবাদ
৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন কাব্য।
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৯
ইল্লু বলেছেন: ধন্যবাদ,একগাদা
৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৭
ইল্লু বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৮
ইল্লু বলেছেন: ভাললাগায় আপনার মনের চমকের প্রকাশ
ধন্যবাদ
৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩১
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ মিস্টি একটা কবিতা