নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমির খসরু দেহলভী
জন্ম-পাতিয়ালী,ভারত
সময়কাল-(১২৫৩-১৩২৫)
গায়ক,কবি,লেখক,কাওয়ালী গানের উদ্ভাবক
হযরত নিজামুদ্দীন আউলিয়ার শিষ্য
পারসী,হিন্দাভী(হিন্দী-উর্দুর মিশ্রন) ভাষায় লেখা
(১)
শোন খসরু,
জানই তুমি,ভালবাসা ছোটে আপন গতিতে,
ঝাপিয়ে পড়ে যে,হারায় সে জীবন নদীতে,
হারায় যে জীবন স্রোতে আবার,
সময়ে ভেসে যায় সে অজানা কুলে।
০০০০০০
(১)
যদি দেখা না হয় তার,
এটুকু জানা তোমার,
আছে সে সুখে কোথাও,
চন্দ্রিমার সুরের-ভিখারীর ঘর,
আর কিছুই নেই যে আমার।
০০০০০০
০০০০
(১)
প্রেমিকার কথার ভাষা,
জানা নেই আমার,
স্বপ্ন কত যে সাজানো মনে-
হায়,পেতাম যদি ভাষাটা তার-
এ ঠোঁটে আমার ।
০০০০০
(১)
বয়সের শরীর আর শরীরের খেলা,
যায় যে ছুটে দুজনা,ভিন্ন দুটো সুরে,
কিন্ত খসরু,জানই তো তুমি,
আছ তুমি যে, নিয়মছাড়া পৃথিবীতে।
০০০০০০
৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২১
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২২
ইল্লু বলেছেন: আপনার ধৈর্যের প্রশংসা না করে উপায় নেই
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ২:০১
খালিদ ইমদাদ বলেছেন: বাঃ চমৎকার...