নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

দিন হারানো দুপুর

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৬

ইন্দ্রানী আর আসেনি,
ফিরে আসার কথা নয় আর ইন্দ্রানী্র,
শরীরের ডাকটা নেয় নি মেনে ইন্দ্রানী,
ভগবান যে হারায় সেখানে রাবণ রাজ্যে।

ঠোঁটটায় আছে এখনও রক্তের দাগ,
চোখ জড়ানো অজন্তার স্তন,
উরুতে আমার ছুটে যাওয়া মাংসের স্বাদ,
আনন্দের অজানায় ভেসে যাওয়া ইন্দ্রানীও!
তবে এ কোন অপরাধ আমার?

আমি তো ভাবি সকাল আছে শরীরের ছন্দে,
দুপুরের ডাক মাতাল করে ভালবাসায়,
রাতের শরীরে আছে আগামীকাল,
যদিও শরীর কথায় নোংরা সুর খোঁজে সবাই।


স্তনের সুরে খুঁজি আমি দেবীর আনন্দ,
ভালবাসায় শরীর সুর-হবে কেন অজানা,
যোনীর উচ্ছাসে যাবে না কেন হারানো,
দেবতা বা মানুষ,
শরীর সেই তো উচ্ছাস স্বাধীনতার।

ভালবাসাই তো মুক্তির আকাশ,
বাধন আছে সেখানে বাধন ছাড়া,
শরীর খুঁজে নেয় মনের গল্প,
হাত ধরা হাতে আসে নতুন দুপুর বারবার।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.