নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফোটন আকাশ হয়ে গেল,
হারিয়ে গেল নক্ষত্র আকাশে ফোটন,
যন্ত্রনায় কান্না নেই ফোটনের-কোন আর,
হাত বাড়িয়েও খোঁজে না আকাশ-সে,
খোঁজে না আকাশ ভঁরা সান্তনা।
আকাশের নীল ছোঁয়ায়,
হয়তো ফোটন দেবতা,
দুঃখের কান্নার বিদ্রোহ,
স্বাধীনতা ইন্দ্রানীদের মনে-ফোটন আবার।
হতে পারিনি ফোটন আমরা কেউ,
হতে পারিনি স্বাধীনতায় রক্ত,
কাঁদিনি মানুষের কান্নায়,
বিদ্রোহ করিনি-খড়গের বলিতে।
এখনও মানুষ আকাশ খোঁজে কান্নায়,
রক্ত ছড়ায় পায়ে দেবতার,
ক্লান্ত হয় পরাধীনতার চীৎকারে,
মা হতে চায় স্বাধীন সন্তানের।
জানি না ফোটন-আসবে কবে ফিরে,
এখনও যে কান্নায় পৃথিবী,
যাবে কি চেনা তাকে,নতুন চেহারায়,
অজানা মুখে-নতুন ফোটন স্বেচ্ছাচারীর গল্পে,
শক্তি যে ফোটন-অত্যাচারের স্বাধীনতায়।
নক্ষত্র আকাশে হয়তো,ফোটন এখন বিধাতার গল্প,
নীল আকাশের নতুন সুর্যের আলো,
কান্নায় স্বাধীনতার সুখ,
ফোটন,ফিরে আয়,তুই ছাড়া আমাদের কি আছে আর?
আমরা গল্প হতে চাই তোর গল্পে।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১২
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১১
ইল্লু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: "নক্ষত্র আকাশে হয়তো, ফোটন এখন বিধাতার গল্প" - ফোটনের গল্পের কবিতা ভাল লেগেছে। + +
তবে, প্রথম স্তবকটির শেষ লাইনে 'ভঁরা' শব্দিটির উপরে কোন চন্দ্রবিন্দু হবে না। সম্পাদনা প্রয়োজন।