নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্ভাগ্য-নিয়ে যাবে মৃত্যু আমাদের,
ভাগ্য-সে তো কিছুই নয়,ও সাজানো ভবিষত্যে,
বন ফুলের ছড়ানো কাঁটায়-ছিঁড়ে ফেল হ্রদয় আমার,
থাকে না কান্না যেন লুকোনো কোথাও শরীরে-আবার।
০০০০০০
দিনের আলো কি রাতের আঁধার-
মরুভূমিতেই করি বাস,
নিবাস আমার বেহেশত ছড়ানো আকাশ,
শরীরের ব্যাথায়,কি জ্বরের বিকারে,
নেই কোন অবকাশ।
০০০০০০
ভালবাসার মনটা আর যে ভালবাসে-দুজনাই তো এক,
শুরু যেখানে এক-শেষটা যেখানে আরেক,
মন আমার-লুকোনো প্রেমিকায়,
বোনা তাঁতে কাপড়ের সুতো-আমরা যে একে অন্যের।
০০০০০০
বলেছ তুমি-ছুটে যায় মানুষের মন,শুধু পাপের পথে,
জানা কি তোমার,সবটুকুর শুরু তো দেখার চোখে,
হতো না দেখা-যদি ঐ মায়াবী মুখের,
মনটা তো আমার থেকেই যেত পবিত্র সুরে।
০০০০০০
পাহাড়ী ফুলটার বয়স দিন সাতেক,
নদীতে ভেসে যাওয়া ফুলটাও সাতের বেশী নয়,
আমি কেঁদে যাব শহর থেকে শহরে,
লাল চোখের বিশ্বাসটাও আমার-যে দিন সাতের।
০০০০০
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো উদ্দেশ্যহীন বানী
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১
সাগর শরীফ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আহা! এই সকালে বাবা তাহিরকে হাজার সালাম! তাঁর সাথে এই মাত্রে পরিচয় আপনার মাধ্যমে, অনেক ধন্যবাদ। কোন অতল থেকে তুলে আনেন এই বিলাপ-
আমি কেঁঁদে যাব শহর থেকে শহরে..…
বোনা তাঁতে কাপড়ে সুতা- আমরা একে অন্যের!
শুভেচ্ছা।