নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

আর কতকাল-এ পথ চলা

০১ লা আগস্ট, ২০২০ রাত ১:০৫

ভালবাসার আকাশটায় এখন শুধুই,কালোমেঘের ঢেউ,
গল্প আছে কথা আছে,
নেই চুমুর ছোঁয়াচ,
নেই হাতধরা,নেই সেই শরীর ছোঁয়ার ডাক।



ইন্দ্রানী,আছ ছবির তুমি,
আছে মনভাঙ্গা মেঘ ছাড়া বৃষ্টি।
যক্ষের মত বসে আছি বিধাতার অভিশাপে,
চোখ আমার ছুটে যাওয়া,তবু-
শহর ছাড়িয়ে তোমার শহরে।

এই যেন তুমি পাশে-কথায় ছন্দে পুরোনো তুমি,
যায় দেখা,যায় না যে ছোয়া,
জানি না,কোথায় যে শেষ এ পথের।

ক্ষনে ক্ষনে মেঘের গানে-ইন্দ্রানী খুঁজি,
খুঁজি আমি প্রেয়সীর ঠোঁটের স্বাদ,
খুজে যাওয়া উরুর ছন্দ-আমার,
খুজি ভালবাসার আকাশ।

নির্জন মেঘে একে যাই ছবিটা তোমার,
জানালার আলোয় নেই কেউ,
শুধু তুমি,
তুমি,ইন্দ্রানী-আমার।


মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১:৫১

কবিতা পড়ার প্রহর বলেছেন: ইন্দ্রানীর কাব্যে ভালোলাগা।

২| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক

৪| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা বেশ ভাল হয়েছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.